×

খেলা

এমবাপ্পের অভিষেক ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৮:৩৪ এএম

এমবাপ্পের অভিষেক ম্যাচে জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল মাদ্রিদ

ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বে কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই নক-আউট নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। শেষ ষোলোয় জুভেন্টাসের বিপক্ষে অবশেষে প্রতীক্ষিত অভিষেকে মাঠে নামেন এই ফরাসি তারকা। যদিও গোল পাননি, তবে তার দল ১-০ ব্যবধানে জিতে জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। ম্যাচের একমাত্র গোলটি করেন গনসালো গার্সিয়া।

বুধবার (২ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু থেকেই কিছুটা আগ্রাসী ছিল জুভেন্টাস। সপ্তম মিনিটেই ডিফেন্স ভেদ করে কেনান ইলদিজের পাসে দারুণ এক সুযোগ পান স্ট্রাইকার র‌্যান্ডাল কোলো মুয়ানি, তবে তার চিপ গোলপোস্টের উপর দিয়ে যায়। কিছুক্ষণ পর ইলদিজের দূরপাল্লার শটও লক্ষ্যভ্রষ্ট হয়।

প্রথমার্ধজুড়ে রিয়ালের আক্রমণ সামলাতে রীতিমতো ব্যস্ত ছিলেন জুভেন্টাস গোলরক্ষক মিচেল ডি গ্রেগরিও। জুড বেলিংহাম ও ফেদেরিকো ভালভের্দের শটগুলো দুর্দান্তভাবে ঠেকান এই ইতালিয়ান কিপার। দ্বিতীয়ার্ধেও তার দৃঢ়তা বজায় থাকলেও ৫৪তম মিনিটে তাকে পরাস্ত করেন গনসালো গার্সিয়া।

ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের নিখুঁত ক্রসে হেড করে গোল করেন গার্সিয়া, যা তার টুর্নামেন্টের তৃতীয় গোল। এরপরও ভালভের্দের বাইসাইকেল কিকসহ রিয়ালের আরও কয়েকটি আক্রমণ রুখে দেন গ্রেগরিও, তবে সমতায় ফিরতে ব্যর্থ হয় জুভেন্টাস।

এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ আটে তাদের প্রতিপক্ষ বরুসিয়া ডর্টমুন্ড অথবা মেক্সিকোর ক্লাব মন্টেরি—এই দুই দলের মধ্যকার জয়ী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বকেয়া ১৩৩ কোটি টাকা কিস্তিতে পরিশোধের সুযোগ পেল বাংলালিংক

বকেয়া ১৩৩ কোটি টাকা কিস্তিতে পরিশোধের সুযোগ পেল বাংলালিংক

শিক্ষার্থীদের বাড়তি টাকা হজম করতে পারলেন না প্রধান শিক্ষক

মহাদেবপুর বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের বাড়তি টাকা হজম করতে পারলেন না প্রধান শিক্ষক

মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প

মামদানিকে গ্রেফতারের হুমকি দিলেন ট্রাম্প

পেসারদের আগুনে শুরু, ব্যাকফুটে শ্রীলঙ্কা

পেসারদের আগুনে শুরু, ব্যাকফুটে শ্রীলঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App