×

আন্তর্জাতিক

রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘লাল চাঁদ’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ‘লাল চাঁদ’

ছবি: সংগৃহীত

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বাংলাদেশ ছাড়াও এশিয়ার অনেক অঞ্চল, ইউরোপ ও আফ্রিকা থেকে বিরল এই দৃশ্যের দর্শন মিলবে। এই মহাজাগতিক ঘটনা 'ব্লাড মুন' নামে পরিচিত। সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরলরেখায় এলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। ফলে চাঁদকে গাঢ় লাল দেখায়। হাজার হাজার বছর ধরে এই দৃশ্য কৌতুহলী মানুষকে বিস্মিত করে আসছে।

এশিয়া মহাদেশ, বিশেষ করে ভারত ও চীন থেকে এই পূর্ণগ্রাস গ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও স্পষ্টভাবে এর দর্শন মিলবে। এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চল এবং আফ্রিকার পূর্বাংশ থেকেও চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে।

বাংলাদেশ সময় অনুযায়ী, এদিন রাত ১১টা ৩০ মিনিটে পূর্ণগ্রাস গ্রহণ শুরু হবে এবং শেষ হবে রাত ১২টা ৫২ মিনিটে।

উত্তর আয়ারল্যান্ডের কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের জ্যোতির্পদার্থবিদ রায়ান মিলিগান বার্তা সংস্থা এএফপিকে জানান, চন্দ্রগ্রহণের সময় চাঁদে পৌঁছানো একমাত্র সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতিসৃত ও বিচ্ছুরিত' হয়ে আসে। নীল আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে ছোট হওয়ায় তা পৃথিবীর বায়ুমণ্ডলে সহজেই বিক্ষিপ্ত হয়ে পড়ে। এ কারণেই চাঁদকে লাল বা রক্তাভ দেখায়।

সূর্যগ্রহণ দেখার জন্য বিশেষ চশমার প্রয়োজন হলেও চন্দ্রগ্রহণ উপভোগ করার জন্য পরিষ্কার আকাশ থাকাই যথেষ্ট। এর আগে সর্বশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়েছিল এ বছরের মার্চে। এর আগেরটি হয়েছিল ২০২২ সালে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

আদালতে বিচারকের সামনেই সাংবাদিককে মারধর, ক্ষমা চাইলেন সেই আইনজীবী

নুরাল পাগলার মাজার ঘিরে পু‌লি‌শের ওপর হামলা, গ্রেফতার ৫

নুরাল পাগলার মাজার ঘিরে পু‌লি‌শের ওপর হামলা, গ্রেফতার ৫

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে কর্মমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম: প্রধান উপদেষ্টা

৮০০ ড্রোন, ১৩ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার

৮০০ ড্রোন, ১৩ ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা রাশিয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App