আলোচনার পথ সরকারই বন্ধ করেছে, গণভোটের লড়াই অবশ্যম্ভাবী
কাগজ ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম
ছবি : সংগৃহীত
দেশের চলমান সংকট সমাধানে আলোচনার পথ জনগণ নয়, বরং সরকারই বন্ধ করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ পাঁচ দফা দাবিতে চার মাসব্যাপী চলা আন্দোলন এখন অবশ্যম্ভাবী জনআকাঙ্ক্ষার প্রতিফলন।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর পল্টন মোড়ে আট ইসলামী দলের আয়োজিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, আমরা চাইনি দেশ সংঘাতে যাক। আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান হোক- এটাই ছিল আমাদের অবস্থান। কিন্তু সরকার সে পথে হাঁটেনি। বরং বিশেষ রাজনৈতিক দলের চাপে পড়ে জনতার আকাঙ্ক্ষাকে স্থবির করে দিয়েছে, যা সরাসরি জনগণের ইচ্ছার পরিপন্থী।
আরো পড়ুন : ভোটকে এত ভয় কেন? জামায়াতকে প্রশ্ন মির্জা ফখরুলের
জামায়াত নেতা বলেন, গত চার মাসে আমরা চার পর্বের আন্দোলন করেছি, আজ চলছে পঞ্চম পর্ব। আট দলের শীর্ষ নেতারা উপস্থিত আছেন এটি আর সাধারণ কোনো সমাবেশ নয়, বরং একটি ঐতিহাসিক ঘোষণা।
তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন, গণভোট এবং আরো তিন দফা দাবিতে আমাদের আন্দোলন কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং জনগণের ক্ষোভ ও প্রত্যাশার প্রকাশ। শান্তিপূর্ণ সমাধানের বহু সুযোগ সরকার পেয়েছিল, কিন্তু তারা তা উপেক্ষা করেছে। এখন গণভোট শুধু রাজনৈতিক দাবি নয়, এটি জাতীয় সিদ্ধান্তের অবধারিত পথ।
সমাবেশে উপস্থিত নেতাদের অংশগ্রহণ ও জনতার বিপুল সমাবেশকে তিনি “আন্দোলনের টিপিং পয়েন্ট” আখ্যা দিয়ে বলেন, এই আন্দোলন এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার মাত্র।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)–র নেতারা উপস্থিত ছিলেন।
