×

জাতীয় পার্টি

শতাধিক পণ্য ও সেবায় কর-শুল্ক বৃদ্ধি নিয়ে যে বিবৃতি দিলো জাতীয় পার্টি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৯:০১ পিএম

শতাধিক পণ্য ও সেবায় কর-শুল্ক বৃদ্ধি নিয়ে যে বিবৃতি দিলো জাতীয় পার্টি

ছবি : সংগৃহীত

   

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এক বিবৃতিতে শতাধিক পণ্য ও সেবায় মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। রবিবার (১২ জানুয়ারি) তিনি এই পদক্ষেপকে সরকারের একটি নির্দয় সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এটি জনগণের জন্য একটি বিরূপ প্রভাব ফেলবে। এমন গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার পরামর্শও দেন তিনি।

বিবৃতিতে গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি খুবই অস্থিতিশীল। সাধারণ মানুষ তাদের আয়ের সঙ্গে ব্যয় সামলাতে কষ্ট পাচ্ছে। অনেকেরই আয়-ব্যয়ের তফাৎ মেটানোর অবস্থা নেই। দেশে বেকারত্বের হার ক্রমশ বাড়ছে এবং অর্থনৈতিক সংকটে মানুষের চিকিৎসার খরচ মেটানো সম্ভব হচ্ছে না। ব্যবসায়ীরাও সংকটে পড়েছেন, কারণ একদিকে মূল্যস্ফীতি এবং অন্যদিকে ডলারের উচ্চমূল্য ও ব্যাংকগুলোর অতিরিক্ত সুদের হার জনজীবনকে আরও কঠিন করে তুলেছে।

এমন পরিস্থিতিতে শতাধিক পণ্য ও সেবায় ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দেশের মানুষের জন্য জীবনের গতিপথ আরো কঠিন করে তুলবে বলে মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান। তিনি আরো বলেন, সরকারের উচিত ছিল ভ্যাট বৃদ্ধির পরিবর্তে অপ্রয়োজনীয় ব্যয় কমানো। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া উচিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App