জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদ মর্যাদা পেলেন খন্দকার দেলোয়ার জালালী

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম

খন্দকার দেলোয়ার জালালী। ছবি: ভোরের কাগজ
জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীকে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব পদ মর্যাদা প্রদান করা হয়েছে।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) এই পদ মর্যাদা প্রদান পত্রে স্বাক্ষর করেছেন।
এখন থেকে খন্দকার দেলোয়ার জালালী যুগ্ম মহাসচিব পদ মর্যাদায় জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করবেন।
এর আগে তিনি প্রেস সেক্রেটারি-০২, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর নির্মম নির্যাতনের চিত্র তুলে ধরে “রক্তাক্ত রাখাইন” নামে একটি বই লিখেছেন তিনি। ২০১৯ সালের অমর একুশে গ্রন্থমেলায় রক্তাক্ত রাখাইন প্রকাশিত হয়।
এসএ টেলিভিশনসহ কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন মাধ্যমে কাজ করেছেন দেলোয়ার জালালী। পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকার বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত খন্দকার জালাল উদ্দিনের ৯ সন্তানের মধ্যে দেলোয়ার জালালী অষ্টম।