মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম

ছবি : সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলার ওলিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওলিনগর গ্রামের কাতল হোসেনের ছেলে কৃষক মন্টু হোসেন (৫২) এবং তেরাইল গ্রামের পূর্ব পাড়ার রতন আলীর ছেলে রনি (১৮)। আহত হয়েছেন ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক মোস্তাক হোসেন (২০)।
স্থানীয়রা জানান, কৃষক মন্টু হোসেন সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি ছিটকে গিয়ে একটি চলন্ত মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। একই মোটরসাইকেলে থাকা চালক মোস্তাক ও তার বন্ধু রনিও মারাত্মকভাবে আহত হন।
আরো পড়ুন : সমাবেশে আসার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামায়াত আমিরের
তাদের উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মন্টু হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত রনি ও মোস্তাককে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই রনির মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।