সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩০ এএম

ছবি: সংগৃহীত
সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৈয়দা মোনালিসার নামে মেহেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলাসহ বেশ কয়েকটি অভিযোগে তিনটি মামলা রয়েছে।
এছাড়াও মোনালিসা ইসলাম অনলাইন জুয়ার নিয়ন্ত্রক ছিলেন, এলাকায় ক্যাসিনো সম্রাজ্ঞী হিসেবে তিনি পরিচিত। মোনালিসাকে "ক্যাসিনো সম্রাজ্ঞী" উল্লেখ করে তার দেবর সরফরাজ হোসেন মৃদুলের একটি অডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
৫ আগষ্টে সরকার পতনের পর থেকে গা ঢাকা দিয়েছিল, ফরহাদ হোসেন ও তার পরিবারের সদস্যরা। গত ১৫ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন থেকে ফরহাদ হোসেনকে আটক করা হয়েছিল। তারপর গ্রেপ্তার এড়াতে মোনালিসা কানাডায় পালিয়েছে এমন গুজব ছড়ায় তার নিকট আত্মীয়রা। অবশেষে একই জায়গা থেকে মোনালিসাকেও আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।