×

আইন-বিচার

অবৈধ অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১১:৫৬ এএম

অবৈধ অস্ত্র মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে

আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার একাধিক মামলায় ইতোমধ্যেই রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে এবার অবৈধ অস্ত্র রাখার অভিযোগে আরো দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন।

বিষয়টি বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক মোকতার হোসেন নিশ্চিত করেছেন।

এদিন আনিসুল হককে কারাগার থেকে আদালতে হাজির করে বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াদুল হক। তিনি মামলার তদন্ত কর্মকর্তা। অস্ত্র আইনের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন করেন তিনি।

আসামিপক্ষ রিমান্ডের বিরোধিতা করলেও, রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোরালো যুক্তি তুলে ধরে। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানা গেছে, আগামী ৯ জুলাই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, আনিসুল হকের নামে ২০১৪ সালের ২২ জানুয়ারি একটি লাইসেন্সধারী পিস্তল ইস্যু করা হয়, যার অবস্থান বনানী থানার আওতাধীন এলাকায়। কিন্তু ২০২৪ সালের ৬ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্যক্তিগত নিরাপত্তার জন্য ইস্যুকৃত সব অস্ত্রের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করা হয় এবং ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট অস্ত্র থানায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরো পড়ুন : শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

অধিকাংশ লাইসেন্সধারী ওই সময়ের মধ্যে অস্ত্র জমা দিলেও আনিসুল হক বা তার পক্ষ থেকে কেউ অস্ত্র জমা দেননি। এমনকি তার লাইসেন্সে উল্লিখিত ঠিকানায় কাউকে পাওয়া যায়নি। ফলে, নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত হওয়ায় অস্ত্রটিকে এখন ‘অবৈধ অস্ত্র’ হিসেবে গণ্য করা হয়েছে এবং বনানী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আনিসুল হক কোথায় ওই অস্ত্র লুকিয়ে রেখেছেন, তা উদঘাটন করা জরুরি। সেই সঙ্গে অস্ত্রটি উদ্ধার ও মামলার মূল রহস্য উন্মোচনের জন্য রিমান্ড অত্যাবশ্যক।

আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা-২০১৬ এর ১৯(চ) ও ২০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্দিষ্ট তারিখের মধ্যে কোনো অস্ত্র বা গোলাবারুদ থানায় জমা না দেওয়া হলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য করে অস্ত্র আইনে মামলা হবে। তাই আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনে বনানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ আগস্ট, রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন আনিসুল হক। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে অন্তত অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় তিনি ইতোমধ্যে একাধিক দফায় রিমান্ডে নেওয়া হন এবং বর্তমানে কারাগারে আটক আছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ

জুলাই সনদের জন্য ৫ আগস্ট পর্যন্ত অপেক্ষা করা হবে : নাহিদ

কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম!

ইউরোপে দীর্ঘতর হচ্ছে গ্রীষ্ম!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App