×

আইন-বিচার

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পিএম

মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন রিমান্ডে

ছবি : সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মেজর সাদিকুলের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে রিমান্ডের পক্ষে যুক্তি দেন পাবলিক প্রসিকিউটর। অপরদিকে আসামিপক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, ৬ আগস্ট রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সুমাইয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন : সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার মেজর সাদিকের স্ত্রী

প্রসঙ্গত, সুমাইয়া জাফরিন সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয় তিনি পুলিশ বাহিনীর একজন এএসপি পদমর্যাদার কর্মকর্তা। তবে পুলিশ সদর দপ্তর ২ আগস্ট জানায়, সুমাইয়া জাফরিন নামে পুলিশের কোনো এএসপি নেই।

ঘটনার প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকেও মেজর সাদিকুলের বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করা হয়েছে।

এই মামলাটি গত ১৩ জুলাই ভাটারা থানায় দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় মণ্ডল। সন্ত্রাসবিরোধী আইনে দায়েরকৃত এই মামলায় এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এজাহার অনুযায়ী, ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা সংলগ্ন কে বি কনভেনশন সেন্টারে ছাত্রলীগের নাম ব্যবহার করে গোপন বৈঠকের আয়োজন করা হয়। সেখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ প্রায় তিন-চারশ ব্যক্তি উপস্থিত ছিলেন। বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার দাবি অনুযায়ী, পরিকল্পনায় ছিল ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে শাহবাগ মোড় দখল, আতঙ্ক সৃষ্টি, এবং সরকারের বিরুদ্ধে বৃহত্তর অস্থিরতা সৃষ্টি।

সুমাইয়া জাফরিনকে এই পরিকল্পনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়া হলো বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক সিইসি নুরুল হুদার জামিন নামঞ্জুর

সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী ও তার স্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

আলোকচিত্রী শহিদুল আলমের মামলা বাতিল

আলোকচিত্রী শহিদুল আলমের মামলা বাতিল

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

রিমান্ড শেষে কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App