×

আইন-বিচার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায় আজ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী প্রাণ হারান। ছবি : সংগৃহীত

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিলের রায় ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর)।

গত ২১ আগস্ট মামলার চূড়ান্ত শুনানি শেষে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।

সে সময় আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় ঘোষণা করেন।

পরবর্তীতে আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গত ১ জুন আপিল বিভাগের অনুমতি পাওয়ার পর মামলাটি চূড়ান্ত শুনানিতে আসে।

আরো পড়ুন : সাঈদীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বাধ্য করেন শেখ হাসিনা

এর আগে ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালতের রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী প্রাণ হারান। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে

জাতীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, আচরণবিধি লঙ্ঘনে দণ্ড বাড়ছে

গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

গানের পাখি সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

শান্তিচুক্তি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি পুতিনের

শান্তিচুক্তি না হলে সামরিকভাবে লক্ষ্য পূরণের হুঁশিয়ারি পুতিনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App