×

আইন-বিচার

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১২ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জন

ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর দুটি থানার পৃথক তিন মামলায় সাবেক মন্ত্রী-এমপিসহ আটজনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) পুলিশের পৃথক আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, মো. আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবেক এমপি সায়েদুল হক সুমন, কাজী মনিরুল ইসলাম মনু এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার রিয়াজ হত্যা মামলায় আনিসুল, আমু, রাজ্জাক, মেনন, ইনু, সুমন ও মনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই থানার জুবাইদ ইসলাম হত্যা মামলায় মনুকে এবং ভাটারা থানার নাঈম হাসান নিলয় হত্যাচেষ্টা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আরো পড়ুন : ৪ দফা দাবিতে আন্দোলনে কারিগরি শিক্ষার্থীরা, সাতরাস্তা অবরোধ

বুধবার আসামিদের আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডে আন্দোলনে অংশ নেন রিয়াজ। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি গুলিবিদ্ধ হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বোন ফারজানা বেগম এ বছরের ২২ জুলাই হত্যা মামলা করেন।

অন্যদিকে, নজরুল ইসলামের মামলার সূত্রে জানা যায়, ১৯ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাটারার ১০০ ফিট নতুন বাজার এলাকায় মিছিলে যোগ দেন নাঈম হাসান নিলয় (১৯)। ওই সময় হামলায় তিনি গুলিবিদ্ধ হন। দীর্ঘ চিকিৎসার পর ১৪ অক্টোবর তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এছাড়া মনুর মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ২০ জুলাই শনির আখড়া এলাকায় আন্দোলনে অংশ নেন জুবাইদ ইসলাম। সন্ধ্যা ৭টার দিকে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন। এ ঘটনায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তারেক রহমানের সবশেষ শারীরিক অবস্থা জানা গেলো

তারেক রহমানের সবশেষ শারীরিক অবস্থা জানা গেলো

তারেক রহমানের প্রতি যে ক্ষোভের কথা বললেন এই নারী

তারেক রহমানের প্রতি যে ক্ষোভের কথা বললেন এই নারী

আমজনতার দলের নিবন্ধন ইস্যুতে যা বললেন ছাত্রদল নেতা

আমজনতার দলের নিবন্ধন ইস্যুতে যা বললেন ছাত্রদল নেতা

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App