×

আইন-বিচার

আদালতে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করলেন ব্যারিস্টার সুমন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ পিএম

আদালতে বাংলাদেশ নিয়ে যে মন্তব্য করলেন ব্যারিস্টার সুমন

ব্যারিস্টার সায়েদুল হক সুমন। ছবি : সংগৃহীত

দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে তিনি বারবার একই কথা বলেন।

এদিন যাত্রাবাড়ী থানার মো. রিয়াজ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। গ্রেপ্তার দেখানোর অপর আসামিরা হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

শুনানি চলাকালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য স্যান্ডউইচ ও ড্রাই ফুড নিয়ে আসেন তার আইনজীবী মহসিন রেজা। তিনি আদালতের কাছে অনুমতি চান, আসামিকে এই খাবার দেওয়া হোক। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী অনুমতির বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিকে খাবার দেওয়ার অনুমতি দেননি।

আরো পড়ুন : নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জন

এই বিষয়ে আমির হোসেন আমুর আইনজীবী অ্যাডভোকেট মহসিন রেজা বলেন, আসামিকে এক ঘণ্টা পর পর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফুড আদালতে নিয়ে আসি। তবে আদালত অনুমতি দেননি। আসামি একজন বয়স্ক ব্যক্তি এবং নানা অসুখে জর্জরিত। এজন্য তাকে প্রতিদিন সময় করে খাবার খাওয়ানো জরুরি।

মামলার এজাহার থেকে জানা যায়, জুলাই অভ্যুত্থানের শেষ দিন ৫ আগস্ট যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক রোডে আন্দোলনে অংশ নেন শ্রমিক মো. রিয়াজ। ওইদিন দুপুর সাড়ে ১২টায় গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২২ জুলাই যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বোন ফারজানা বেগম।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাস্তার অভাবে অচল রায়গঞ্জের কোটি টাকার সেতু

রাস্তার অভাবে অচল রায়গঞ্জের কোটি টাকার সেতু

একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের দিন গণভোট

বিশেষজ্ঞদের সুপারিশ সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের দিন গণভোট

শত বাঁধার মুখেও স্বপ্নের পথে থেমে থাকেননি প্রিয়াঙ্কা

শত বাঁধার মুখেও স্বপ্নের পথে থেমে থাকেননি প্রিয়াঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App