×

আইন-বিচার

মানবতাবিরোধী অপরাধ

আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

সালমান এফ রহমান এবং আনিসুল হক। ছবি : সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্টে কারফিউ জারি করে ছাত্র-জনতাকে হত্যার উসকানির অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত দুই সদস্যের বিচারিক প্যানেলের সামনে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

এদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আনুষ্ঠানিক অভিযোগ গঠনের জন্য সময়ের আবেদন করেন। পরে ট্রাইব্যুনাল শুনানি আগামী ১৭ ডিসেম্বর ধার্য করেন। সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী।

শুনানিতে মনসুরুল হক চৌধুরী ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন করেন। তিনি বলেন, বিদেশি আইনজীবী নিয়োগের জন্য ট্রাইব্যুনালের অনুমতি নেওয়া প্রয়োজন। অনুমতি পেলে আইনজীবী নিয়োগে কোনো বাধা থাকবে না।

আরো পড়ুন : বাগেরহাটে ৪ আসন পুনর্বহাল, ইসির সিদ্ধান্ত অবৈধ

প্রসিকিউশন জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় আনিসুল হক ও সালমান এফ রহমান ফোনালাপের মাধ্যমে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ দিয়েছেন। তাদের এ বক্তব্যের পর ২০২৪ সালের ১৯ জুলাইসহ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়। তাদের কর্মকাণ্ড এসব হত্যাকাণ্ডে উসকানি হিসেবে কাজ করেছে এবং হত্যার সঙ্গে তারা সম্পৃক্ত ছিলেন।

সালমান এফ রহমান ও আনিসুল হক গত বছরের ১৩ আগস্ট পালানোর চেষ্টা করতে গিয়ে গ্রেপ্তার হন। এরপর থেকে তারা বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পল্টনে সিআইডির ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যেভাবে গ্রেপ্তার হলো সেই গৃহকর্মী

মোহাম্মদপুরে মা-মেয়ে খুন যেভাবে গ্রেপ্তার হলো সেই গৃহকর্মী

আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

মানবতাবিরোধী অপরাধ আইনি লড়াইয়ে বিদেশি আইনজীবী চাইলেন সালমান-আনিসুল

লিগের সেরা হয়ে রেকর্ড গড়লেন মেসি

লিগের সেরা হয়ে রেকর্ড গড়লেন মেসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App