×

আইন-বিচার

মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে বাদ দিতে নির্দেশ

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

ঋণখেলাপির তালিকা থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে বগুড়া থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মান্নার আর কোনো আইনগত বাধা রইল না।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার আদালত এ আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া আগের আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে ঋণখেলাপির তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন মাহমুদুর রহমান মান্না। তবে গত ২৪ ডিসেম্বর বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রিট খারিজ করে দেন এবং তাকে ঋণখেলাপি হিসেবেই বিবেচিত হবে বলে রায় দেন। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে গত রোববার আপিল আবেদন করেন মান্নার আইনজীবীরা।

এর আগে গত ৩ ডিসেম্বর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে বকেয়া ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ে ‘কল ব্যাক নোটিশ’ জারি করে। মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো ওই নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ ছিল।

তথ্য অনুযায়ী, আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডে মাহমুদুর রহমান মান্নার মালিকানা ৫০ শতাংশ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদির শাজাহান চৌধুরী ২৫ শতাংশ এবং তার স্ত্রী ও পরিচালক ইসমত আরা লাইজুর মালিকানা ২৫ শতাংশ। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজার এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের কাছে খেলাপি বিনিয়োগ বাবদ মোট ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছিল নোটিশে।

ব্যাংকের নোটিশে উল্লেখ করা হয়, ২০১০ সালে প্রতিষ্ঠানটিকে ২২ কোটি টাকা বিনিয়োগ অনুমোদন দেওয়া হলেও নিয়মিত মুনাফা, চার্জ ও জরিমানা পরিশোধ না করায় বকেয়া ধীরে ধীরে বর্তমান অঙ্কে পৌঁছেছে। লাভজনক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সন্তোষজনক অগ্রগতি না থাকায় চূড়ান্ত সতর্কতা হিসেবে এই ‘কল ব্যাক নোটিশ’ জারি করা হয়েছিল বলে ব্যাংক সূত্র জানিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন মাহফুজ আলম

মাহমুদউল্লাহ থেকে তামিম, এ বছর অবসরে গেলেন যারা

মাহমুদউল্লাহ থেকে তামিম, এ বছর অবসরে গেলেন যারা

এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন

রংপুর-৪ আসন এনসিপির আখতার হোসেনকে জামায়াত প্রার্থীর সমর্থন

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন জমা

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়ন জমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App