বইমেলায় আসছে মুসফিকুর রহমান সুভ’র কবিতার বই ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

‘নিশীথবেলার পাণ্ডুলিপি’ বইটির প্রচ্ছদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর পরই পাঠকদের মধ্যে বইটি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার ১৬তম দিনে মেলায় আসছে জনপ্রিয় তরুণ লেখক ও সাংবাদিক মুসফিকুর রহমান সুভ’র ৩য় বই ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’। যা সমসাময়িক বিষয়ের উপর রচিত কবিতার বই। বইটি প্রকাশ করছে ‘দেশ পাবলিকেশন্স’।
বইটির প্রচ্ছদ করেছেন সময়ের জনপ্রিয় চিত্র শিল্পী উত্তম সেন। আজকালকের মধ্যেই একুশে গ্রন্থমেলায় দেশ পাবলিকেশন্স এর ৬৮৬,৬৮৭,৬৮৮ নং স্টলে পাওয়া যাবে বইটি। ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’ বইটির প্রচ্ছদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর পরই পাঠকদের মধ্যে বইটি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
বইটি প্রসঙ্গে দেশ পাবলিকেশন্সের প্রকাশক ও কবি অচিন্ত্য চয়ন বলেন, যদিও এটি লেখকের প্রথম কবিতার সংকলন, তবুও প্রতিটি কবিতায় ফুটে উঠেছে সাহিত্যের গভীর রস ও মননশীলতার অনন্য প্রকাশ। আশা করি, বইটি পাঠকের হৃদয়ে গভীর দাগ কাটবে। পাঠকের আগ্রহ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে বইটি দ্রুত মেলায় আনতে আমাদের টিম নিরলস পরিশ্রম করে চলেছে।
বইটি প্রসঙ্গে লেখক মুসফিকুর রহমান সুভ বলেন, ‘নিশীথবেলার পাণ্ডুলিপি’ সংখ্যার হিসেবে আমার তৃতীয় গ্রন্থ হলেও কবিতার বই হিসেবে এটিই আমার প্রথম সৃষ্টি। প্রতিটি কবিতা আমার অন্তরের গভীরতম অনুভূতির প্রতিচিত্র, আমার জীবনযাত্রার নীরব সাক্ষী। দৈনন্দিন জীবনের নানা ঘটনা, বয়ে চলা অনুভূতির ঢেউ, হারানোর ব্যথা কিংবা প্রেমের কোমল স্পর্শ সবকিছুই এই বইয়ের প্রতিটি কাব্যে মিশে আছে। প্রতিটি পঙতি যেন আমার পথচলার প্রতিধ্বনি, আত্মার প্রকাশ। শব্দের বুননে আমি ধরা দিয়েছি, কখনো আলো হয়ে, কখনো বা এক নিভৃত বিষাদে।
উল্লেখ্য, সাংবাদিকতা ও সাহিত্যের দুই প্রবাহ মিলিয়ে যাঁর পথচলা, তিনি মুসফিকুর রহমান সুভ। মিডিয়া অঙ্গনে ‘মুসফিক সুভ’ নামেই অধিক পরিচিত । তিনি দৈনিক ঢাকা রিপোর্ট-এর নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত থাকলেও বর্তমানে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সমসাময়িক বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি পত্রিকায় নিয়মিত লেখেন তিনি।
পুরান ঢাকার ওয়ারীতে জন্ম নেয়া এই লেখকের শৈশব কেটেছে ঢাকার সরু অলিগলিতে, ইতিহাস আর কোলাহলে মোড়ানো জীবনের মাঝখানে। পৈতৃক ভিটে নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া, যেখানে মহাকবি কায়কোবাদের স্মৃতির উজ্জ্বল ছায়া বিস্তর।
সাহিত্যে তার প্রথম প্রকাশিত উপন্যাস ‘মেঘ পরীর ভালোবাসার রসায়ন’ (২০১৭) পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর আসে ছোটগল্পগ্রন্থ ‘হাদির স্বপ্ন’ (২০১৯)। দীর্ঘ বিরতির পর, এবার তিনি ফিরে এসেছেন কবিতার রাজ্যে ‘নিশীথবেলার পান্ডুলিপি’, যা পাঠককে নিয়ে যাবে শব্দের এক অনন্য রাত্রিজাগরণে।