নঈম ইমতিয়াজ নেয়ামুলের নতুন বই ‘শুরু আছে শেষ নেই’
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩০ এএম
					নঈম ইমতিয়াজ নেয়ামুলের নতুন বই ‘শুরু আছে শেষ নেই’
নঈম ইমতিয়াজ নেয়ামুল নামটি বাংলাদেশের বিনোদন জগতের জন্য অপরিচিত নয়। চলচ্চিত্র নির্মাতা হিসেবে যাত্রা শুরু করে যিনি দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় কাজ, এবার তিনি হাজির হয়েছেন গল্পকারের ভূমিকায়। ‘শুরু আছে শেষ নেই’ তার প্রথম ছোট গল্পের সংকলন, প্রকাশ করেছে জাগতিক প্রকাশনী।
গল্পগুলোর প্রতিটি যেন জীবনের ভেতরে লুকিয়ে থাকা অনুচ্চারিত ব্যথা, প্রশ্ন, প্রেম, দ্বন্দ্ব কিংবা নীরব চিৎকারকে তুলে ধরেছে নেয়ামুলের নিজস্ব এক কাব্যিক গদ্যে। দৈনন্দিন মানুষের ছোট ছোট ঘটনাগুলোর মধ্যেও যে বিশালতা, তা নেয়ামুল ছুঁয়েছেন এক অনন্য সংবেদনশীলতায়। কখনো শহরের ব্যস্ত গলি, কখনোবা নিঃশব্দ কোনো গ্রামীণ দুপুর—সবখানেই তার গল্পের শিকড়।
নির্মাতা থেকে লেখক—এই রূপান্তরে তার ভাষা যেমন সাবলীল, ভাবও তেমনি ঋদ্ধ। ‘শুরু আছে শেষ নেই’ শুধু গল্প নয়, পাঠকের ভেতরে শুরু হওয়া এক অনুভবের জার্নি, যার শেষ পাঠকের মনেই রয়ে যায়।
জাগতিক প্রকাশনীর উদ্যোগে প্রকাশিত এই বইটি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় বইয়ের দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	
																	