×

মধ্যপ্রাচ্য

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া হামাসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৮:৫৪ এএম

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া হামাসের

নাসের হাসপাতাল এখন এক বিশাল ট্রমা ওয়ার্ডে পরিণত হয়েছে। ছবি : সংগৃহীত

গাজায় বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতির সম্ভাবনায় আশার আলো দেখাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতি প্রস্তাবে তারা ইতিবাচক সাড়া দিয়েছে এবং দ্রুত আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে।

শুক্রবার (৪ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে রয়টার্স জানায়, কাতার ও মিশর–এই দুই মধ্যস্থতাকারী দেশকে নিজেদের ইতিবাচক অবস্থান জানিয়ে দিয়েছে হামাস।

এক বিবৃতিতে তারা জানিয়েছে, গাজার জনগণের ওপর আগ্রাসন বন্ধে মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব আমরা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেছি এবং নিজেদের মধ্যে ও অন্যান্য ফিলিস্তিনি দলের সঙ্গে আলোচনা শেষে আমরা এই কাঠামোর ভিত্তিতে আলোচনায় বসতে প্রস্তুত।

প্রস্তাবিত চুক্তির আওতায় যুদ্ধবিরতির পাশাপাশি জিম্মি বিনিময় এবং সংঘাতের টেকসই সমাধান নিয়ে আলোচনার কথা রয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় ৬০ দিনের একটি চূড়ান্ত যুদ্ধবিরতির প্রস্তাব দেন। তিনি দাবি করেন, ইসরায়েল এরই মধ্যে এই যুদ্ধবিরতির প্রাথমিক শর্তগুলো মেনে নিয়েছে। এই সময়ের মধ্যে দুই পক্ষকে দীর্ঘমেয়াদি সমাধানের পথ খুঁজে বের করতে হবে বলেও জানান ট্রাম্প।

এদিকে, যুদ্ধবিরতির আলোচনা চললেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। গাজার তুফ্ফাহ এলাকায় ইয়াফা স্কুলে রাতের হামলায় ধসে পড়েছে আশ্রয় নেওয়া পরিবারের তাঁবু। আল-সাবরা গার্লস স্কুল এবং আল-হুররিয়া স্কুলে ড্রোন হামলায় বহু হতাহত হয়েছে। রাফা ফিল্ড হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী গুলিবিদ্ধ হয়েছে।

আরো পড়ুন : দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে হবে না নেতানিয়াহুকে

জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েল গাজার ৮৫ শতাংশ এলাকাকে সামরিক এলাকা ঘোষণা করেছে। মার্চের পর ৭ লাখ ১৪ হাজার মানুষ গৃহহীন হয়েছেন। গত চার মাসে এক ফোঁটা জ্বালানিও প্রবেশ করেনি গাজায়, ফলে স্বাস্থ্যখাত সম্পূর্ণ ভেঙে পড়েছে।

নাসের হাসপাতাল এখন এক বিশাল ট্রমা ওয়ার্ডে পরিণত হয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতেও নিরাপত্তাহীনতা চরমে ওঠেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরায়েল সমর্থিত ত্রাণবহর ও বিতরণ কেন্দ্রের আশপাশে হামলায় কমপক্ষে ৬১৩ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও তরুণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেড় বছরে বাংলাদেশে এসেছে আরো ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

দেড় বছরে বাংলাদেশে এসেছে আরো ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

পাকিস্তানে ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা ৩০

পাকিস্তানে ভবন ধসে নিহত ১৪, ধ্বংসস্তূপে আটকা ৩০

বাবা-ভাই না ফেরার দেশে, ঋতুপর্ণার মা লড়ছেন ক্যানসারের সঙ্গে

বাবা-ভাই না ফেরার দেশে, ঋতুপর্ণার মা লড়ছেন ক্যানসারের সঙ্গে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App