×

জাতীয়

দেড় বছরে বাংলাদেশে এসেছে আরো ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০১:১৬ পিএম

দেড় বছরে বাংলাদেশে এসেছে আরো ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে। ছবি : সংগৃহীত

গত দেড় বছরে রাখাইন রাজ্যে চলমান সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের মুখে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫৯তম অধিবেশনে এই তথ্য তুলে ধরেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম।

আরিফুল ইসলাম বলেন, রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও সম্মানজনক সমাধানে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত।

জেনেভায় ওআইসি’র উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশনের প্রাক্কালে দেওয়া বক্তব্যে রাষ্ট্রদূত আরিফুল ইসলাম রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’র মধ্যে চলমান সংঘাতের ফলে রোহিঙ্গাদের দুর্দশা আরো বেড়েছে বলে গভীর উদ্বেগ জানান।

আরো পড়ুন : সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

তিনি জানান, এই সহিংসতা এবং হত্যাযজ্ঞের কারণে শুধু ২০২৩ সালের নভেম্বর থেকে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে, যা সংকটের ভয়াবহতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব। একই সঙ্গে এই সংকটের স্থায়ী সমাধানে বিচারহীনতার অবসান ও মিয়ানমারে জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

মানবাধিকার পরিষদে উত্থাপিত রেজ্যুলেশনটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। এতে রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য ক্রমহ্রাসমান মানবিক সহায়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়।

রেজ্যুলেশনে আরো বলা হয়- রাখাইনে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করা দরকার, রোহিঙ্গা মুসলমানদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে এবং দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে।

বাংলাদেশ জানায়, আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠেয় রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে একটি সময়সীমাবদ্ধ ও বাস্তবভিত্তিক সমাধানের রূপরেখা প্রণয়ন অত্যন্ত জরুরি।

২০১৭ সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। তখন থেকেই রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম মানবিক ইস্যু হয়ে দাঁড়ায়। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পগুলোতে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে আসছে বিশাল পরিবর্তন

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশ দলে আসছে বিশাল পরিবর্তন

লেবার পার্টি ছেড়ে নতুন দল গড়ছেন ব্রিটিশ এমপি জারা

লেবার পার্টি ছেড়ে নতুন দল গড়ছেন ব্রিটিশ এমপি জারা

দেড় বছরে বাংলাদেশে এসেছে আরো ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

দেড় বছরে বাংলাদেশে এসেছে আরো ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App