×

মধ্যপ্রাচ্য

এবার গাজা শাসন করার খায়েশ ইসরায়েলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

এবার গাজা শাসন করার খায়েশ ইসরায়েলের

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, গাজার পুরো জনগণকে দক্ষিণের রাফাহ শহরের ধ্বংসস্তূপের ওপর তৈরি এক ‘মানবিক শহর’-এ স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

সোমবার ইসরায়েলি গণমাধ্যমে এ খবর জানানো হয়। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

কাৎজ জানান, প্রথম পর্যায়ে আল-মাওয়াসি এলাকা থেকে বিতাড়িত প্রায় ৬ লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে গাজার ২১ লাখ জনগণকেই সেখানে স্থানান্তর করা হবে।

প্রক্রিয়া ব্যাখ্যা করে কাৎজ বলেন, শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্ক্যানের মধ্য দিয়ে যেতে হবে, যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয়।

আরো পড়ুন : যুদ্ধবিরতির জন্য আরো সময় প্রয়োজন : কাতার

শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে।

তিনি আরো জানান, গাজাবাসীদের অন্য দেশে অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন, তা বাস্তবায়নের জন্যও তিনি প্রস্তুত।

যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অভিবাসন পরিকল্পনায় সমর্থন জানিয়ে সোমবার হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে নৈশভোজের সময় বলেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

আমরা এমন দেশগুলো খুঁজে বের করতে যাচ্ছি যারা ফিলিস্তিনিদের জন্য ‘উজ্জ্বল ভবিষ্যৎ’ দিতে চায় এবং আমরা কয়েকটি দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে যাচ্ছি।

কাৎজ জানান, পরিস্থিতি অনুকূল হলে ইসরায়েল ও হামাসের মধ্যে যে ৬০ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে, তার সময়কালেই শিবির নির্মাণের কাজ শুরু হতে পারে।

তবে জাতিসংঘ এর আগেই সতর্ক করে বলেছে, কোনো দখলীকৃত ভূখণ্ডের নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর বা বহিষ্কার আন্তর্জাতিক আইনে অনুমোদিত নয়। 

এ বিষয়ে এখনো ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাস কোনো মন্তব্য করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মুদ্রানীতি শিথিল করবে বাংলাদেশ ব্যাংক, কমাবে সুদহার

মুদ্রানীতি শিথিল করবে বাংলাদেশ ব্যাংক, কমাবে সুদহার

প্রচণ্ড দাবদাহে ইউরোপে মৃত্যুর মিছিল

প্রচণ্ড দাবদাহে ইউরোপে মৃত্যুর মিছিল

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪০৬

মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি, ট্রাম্পের চাঞ্চল্যকর অডিও ফাঁস

মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি, ট্রাম্পের চাঞ্চল্যকর অডিও ফাঁস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App