সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:০৩ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বড় রাজনৈতিক চাপে পড়েছেন। অতি-অর্থডক্স ইহুদি দল শাস পার্টি সরকারের জোট ছেড়ে দেওয়ায় সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে নেতানিয়াহুর সরকার। খবর আল জাজিরার।
বুধবার (১৬ জুলাই) শাস পার্টি এক বিবৃতিতে জানায়, অতি-অর্থডক্স সম্প্রদায়ের শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ নিয়ে দীর্ঘ বিরোধের জেরেই তারা জোট ছেড়েছে।
এর আগে চলতি সপ্তাহের শুরুতেই আরেকটি অতি-অর্থডক্স দলও নেতানিয়াহুর জোট ছেড়ে দেয়। ফলে এখন নেতানিয়াহু কার্যত একটি সংখ্যালঘু সরকার পরিচালনা করছেন, যা তার প্রশাসনের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
আরো পড়ুন : সিরিয়ার সেনা সদরদপ্তরে ইসরায়েলের ভয়াবহ হামলা
ইসরায়েলে সকল নাগরিকের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক হলেও, অতি-অর্থডক্স সম্প্রদায় দীর্ঘদিন ধরে এর বিরোধিতা করে আসছে। ধর্মীয় শিক্ষা ও জীবনযাপনের যুক্তি দেখিয়ে তারা এই নিয়ম থেকে অব্যাহতি দাবি করে আসছে। শাস পার্টি জানিয়েছে, তারা সরকারের পতনের জন্য সরাসরি কাজ করবে না। তবে সরকারের সঙ্গে নির্দিষ্ট কয়েকটি আইন প্রণয়নে সমর্থন দিয়ে যাবে।
শাস পার্টির এই পদক্ষেপের পর ইসরায়েলের বিরোধী দলের এক নেতা এক ভিডিও বার্তায় বলেছেন, নেতানিয়াহু এখন ‘অবৈধ সংখ্যাগরিষ্ঠতা হারানো’ সরকার চালাচ্ছেন। তার দাবি, এই সরকার আর গাজা যুদ্ধ বা সৌদি-সিরিয়া ইস্যুতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না।
বিশ্লেষকরা বলছেন, শাস পার্টির জোটত্যাগ নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা হলেও সরকার এখনই পড়ে যাচ্ছে না। তবে সংসদে সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আইন প্রণয়ন ও নীতি নির্ধারণের কাজ কঠিন হয়ে যাবে।