সম্পর্কের বিষয়ে জানতে শাকিব খানকে প্রশ্ন করুন : মিষ্টি জান্নাত

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০২:৪৯ পিএম

শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাত। ছবি : সংগৃহীত
ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ছবি শেয়ার করে প্রায়ই আলোচনায় আসেন চিত্রনায়িকা ও চিকিৎসক মিষ্টি জান্নাত। কিছুদিন পরপর শাকিবের সঙ্গে তার ছবি পোস্ট করা নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। নতুন করে কিছু ছবি শেয়ার করার পর আবারও জল্পনা ছড়িয়েছে শাকিব-মিষ্টির সম্পর্ক নিয়ে।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সরাসরি কথা বলেছেন মিষ্টি জান্নাত। প্রশ্ন ছিল—শাকিবের সঙ্গে হঠাৎ হঠাৎ ছবি প্রকাশের রহস্য কী?
মিষ্টি জান্নাত সোজাসাপ্টা বলেন, এসব প্রশ্ন আমাকে করে লাভ নেই, বরং শাকিব খানকেই জিজ্ঞাসা করুন। তিনি তো প্রেস মিটে যান, তাকে একবার প্রশ্ন করতে কী সমস্যা? আমাকে নিয়ে কেন সবাই এত প্রশ্ন করে?
আরো পড়ুন : ভারতীয় সিনেমায় জয়া, ক্ষোভ ঝাড়লেন তৃণমূল নেত্রী
এর আগে শাকিব খানের তৃতীয় বিয়ের গুঞ্জনের সময়ও মিষ্টি জান্নাতের নাম ঘুরে ফিরে এসেছে। শোনা গিয়েছিল, শাকিবের পরিবারের পছন্দের পাত্রী নাকি একজন ডাক্তার—আর মিষ্টি জান্নাতেরও একজন দন্ত চিকিৎসক হওয়ার কারণে তখন গুঞ্জন আরও জোরালো হয়। সে সময় এই প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেছিলেন, হলেও হতে পারে, দেখা যাক। তবে পরে স্পষ্ট করেন, শাকিব খানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
এবারও সেই একই প্রশ্ন—তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন কি না? উত্তরে মিষ্টি জান্নাত বলেন, এই জায়গাটা পরিষ্কার করতে চাই না, তাহলে তো সাসপেন্স থাকবে না! আর্টিস্টদের কিছু বিষয় সাসপেন্সই থাকা ভালো। আমি বেশি কিছু বলতে চাই না। কারণ একটা কথা বললে সেটি নানাভাবে ঘুরে সংবাদ হয়ে যায়, যা বিব্রতকর।
ভক্ত-সমালোচকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আমি কম বলি, চাই ক্যাপশনও যেন কম হয়!
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন মিষ্টি জান্নাত। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার বাইরেও তার আরেকটি পরিচয়, তিনি একজন পেশাদার দন্ত চিকিৎসক।