×

সরকার

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে, হামলাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৩:১২ পিএম

গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণে, হামলাকারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, হামলা ও সহিংসতার ঘটনায় জড়িত কেউই ছাড় পাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা গোপালগঞ্জে হামলা চালিয়েছে ও অন্যায় করেছে, প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত আছে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।

আরো পড়ুন : গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

এ সময় সাংবাদিকরা জানতে চান, গোপালগঞ্জের এমন অস্থিরতার খবর আগে থেকে গোয়েন্দাদের কাছে ছিল কি না। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোয়েন্দা সংস্থা কিছু তথ্য আগেই দিয়েছিল। তবে সহিংসতার মাত্রা এতটা হবে, সেটা হয়তো অনুমান করা যায়নি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির এক জনসভা শেষে কেন্দ্রীয় নেতারা ফেরার পথে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। সহিংসতা ছড়িয়ে পড়লে পুরো শহরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথমে ১৪৪ ধারা জারি করা হয় এবং পরে রাত ৮টা থেকে কারফিউ জারি করে সরকার, যা এখনও কার্যকর রয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রাথমিকের বৃত্তি ডিসেম্বরে, বাদ কেজি স্কুল

প্রাথমিকের বৃত্তি ডিসেম্বরে, বাদ কেজি স্কুল

বাংলাদেশে গেমারদের জন্য এলো ইনফিনিক্স জিটি ৩০ প্রো

বাংলাদেশে গেমারদের জন্য এলো ইনফিনিক্স জিটি ৩০ প্রো

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

সবচেয়ে টেকসই টেলিকম কোম্পানির স্বীকৃতি পেল গ্রামীণফোন

১২ বছরে পদার্পণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

দেশ সেরা এয়ারলাইন্স ১২ বছরে পদার্পণ করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App