×

মধ্যপ্রাচ্য

গাজায় ত্রাণের ট্রাক উল্টে ২৫ জনের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৫, ০৮:২৩ এএম

গাজায় ত্রাণের ট্রাক উল্টে ২৫ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরো ঘনীভূত হয়েছে। বুধবার (৬ আগস্ট) এক ভয়াবহ দুর্ঘটনায় ত্রাণবাহী একটি ট্রাক উল্টে কমপক্ষে ২৫ জন নিহত হন। খাদ্যের অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের উপর ট্রাকটি পড়ে যাওয়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এছাড়া একই দিনে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন আরো অন্তত ২৪ জন ফিলিস্তিনি।

তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এবং ফিলিস্তিনের সরকারি সংবাদমাধ্যম ওয়াফা জানায়, সেনাবাহিনীর চাপের মুখে ত্রাণবাহী ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ রাস্তায় চলতে বাধ্য হয় এবং সেখানেই দুর্ঘটনাটি ঘটে। যদিও দুর্ঘটনাটি গাজার ঠিক কোন এলাকায় ঘটেছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

একটি চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার রাফাহ অঞ্চলের পশ্চিম পাশে ত্রাণ বিতরণ কেন্দ্রে অপেক্ষমান অবস্থায় ইসরায়েলি গুলিতে পাঁচজন প্রাণ হারান। একইসঙ্গে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত এবং অন্তত ২০ জন আহত হন।

আরো পড়ুন : গাজায় নিহত আরো ৮৩, দুর্ভিক্ষে বাড়ছে শিশুদের মৃত্যুহার

গাজা শহরে একটি ড্রোন হামলায় ত্রাণশিবিরে রাখা ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। শহরটির আরো দুটি বাড়িতে চালানো হামলায় অন্তত আটজন নিহত হয়, যাদের মধ্যে শিশুও রয়েছে।

মধ্য গাজার দেইর আল-বালাহ অঞ্চলে একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি গুলিবর্ষণে আরো পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

আনাদোলুর প্রতিবেদনে আরো বলা হয়েছে, গত ১৮ বছর ধরে গাজা অবরুদ্ধ এবং চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল সব প্রবেশপথ সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এতে করে ২৪ লাখ মানুষের জন্য খাদ্য, চিকিৎসা ও অন্যান্য জরুরি সহায়তা প্রবেশ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

গাজা সরকার জানিয়েছে, ২৭ জুলাই থেকে এখন পর্যন্ত মাত্র ৮৪৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পেরেছে, যেখানে প্রয়োজন প্রতিদিন প্রায় ৬,০০০ ট্রাক।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুসারে, ২৭ মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-চালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে হামলা ও বিশৃঙ্খলায় অন্তত ১,৫৬৮ জন নিহত এবং ১১,২৩০ জন আহত হয়েছেন।

গাজার কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে ক্ষুধা ও বিশৃঙ্খলা তৈরি করছে। তারা ইচ্ছাকৃতভাবে বোমাবর্ষণে বিধ্বস্ত ও অনিরাপদ রাস্তায় মানুষকে ত্রাণ নিতে বাধ্য করছে, যেখানে ইতোমধ্যেই দুর্ভিক্ষে ভোগা মানুষের ভিড় লেগে থাকে। অনেকেই ইসরায়েলের এই ত্রাণ বিতরণ ব্যবস্থাকে ক্ষুধার্ত মানুষের জন্য মৃত্যুকূপ বলেও সমালোচনা করেছেন।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬১,১০০ জনের বেশি মানুষ। যুদ্ধবিধ্বস্ত এই উপত্যকা আজ পরিণত হয়েছে এক মৃত্যুপুরীতে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

২ দিন ভারী বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে ৪ বিভাগের নদীর পানি

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

প্রথম প্রেমে পড়েছেন? যেসব বিষয়ে নজর রাখবেন

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

এনসিপি ও জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি

কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

নিউইয়র্কে ৩৬টি শারদীয় দুর্গোৎসব কোথাও শেষ কোথাও শুরু, আকর্ষণ টাইমস স্কয়ায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App