×

জাতীয়

সফর শেষে ঢাকা ছেড়েছেন ডোনাল্ড লু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৩, ১২:১৭ পিএম

দুই দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রবিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দি‌কে ডোনাল্ড লু ঢাকা ছেড়েছেন।

এর আগে শনিবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসেন লু। ঢাকায় এসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের স‌ঙ্গে তার ইস্কাট‌নের বাসায় নৈশভোজে অংশ নেয়ার পাশাপাশি বৈঠক করেন ডোনাল্ড লু। এছাড়া আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সরকারের বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গেও বৈঠক করেন তিনি।

তার সফরকালীন জ্বালানী, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা এবং র‌্যাবের ওপর নিষেধাক্কাসহ বিভিন্ন বিষয় প্রাধান্য পায়।

ঢাকা সফ‌রে লুকে সরকারের একাধিক মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সরকার আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে চায়। বাংলাদেশের প্রত্যাশা, সব বড় দল নির্বাচনে অংশ নেবে।

অন্যদিকে লু গণতন্ত্র, মানবাধিকার, বাক-স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার বিষ‌য়ে যুক্তরা‌ষ্ট্রের অগ্রাধিকারের কথা স্মরণ ক‌রি‌য়ে দেয় সরকারের সং‌শ্লিষ্ট কর্মকর্তা‌দের। পাশাপাশি দেশটি সবার রাজনীতি করার অধিকারের বিষয়‌টি‌তে গুরুত্ব দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App