×

জাতীয়

দুর্যোগ মোকাবিলায় আলাদা বিভাগ গঠনের পরামর্শ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৪:৫৭ পিএম

দুর্যোগ মোকাবিলায় আলাদা বিভাগ গঠনের পরামর্শ
দুর্যোগ মোকাবিলায় গুরুত্ব বিবেচনা করে এটি প্রতিরোধে আলাদা একটি বিভাগ গঠন করার পরামর্শ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। যে বিভাগ যেকোন দুর্যোগ পরিস্থিতিতে জরুরি সাড়া প্রদানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান সক্ষমভাবে পরিচালনা করতে পারবে। রবিবার (৫ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৮ম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম এর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ডাঃ মো. এনামুর রহমান, মীর মোস্তাক আহমেদ রবি, জুয়েল আরেং, মজিবুর রহমান চৌধুরী ও কাজী কানিজ সুলতানা অংশগ্রহণ করেন। কমিটি, সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কর্মকর্তাদের সমন্বয়ে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ফেব্রুয়ারি মাসে সুবিধাজনক সময়ে ভাষাণচর ও কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত গ্রহণ করে। বৈঠকে ২০১৯-২০২০ অর্থবছরে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ ব্যয় বাবদ বাজেট বৃদ্ধির সুপারিশ করা হয়। বৈঠকে ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগকালে অনুসন্ধান, উদ্ধার অভিযান পরিচালনা এবং দুর্যোগকালীন জরুরী যোগাযোগ ব্যবস্থার জন্য যন্ত্রপাতি সংগ্রহ (পর্যায় ১, ২, ৩) প্রকল্প নিয়ে বিষদ আলোচনা হয়। এ প্রকল্পের আওতাধীন উন্নত প্রযুক্তির যন্ত্রপাতির তালিকা উপস্থাপন করা হয় যা দুর্যোগকালীন সময়ে সরবরাহ করা হবে। বৈঠকে ‘স্ট্রেন্দেনিং অব দি মিনিস্ট্রি অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড রিলিফ প্রোগ্রাম এডমিনিস্ট্রেশন’ প্রকল্প নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও যে সকল প্রকল্প চলমান আছে সেগুলোর বাস্তব অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

টানা শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া, বিপাকে শ্রমজীবী মানুষ

শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

গুম-নির্যাতন শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App