খালেদা জিয়ার জন্য ফল পাঠাল জামায়াত
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৬:০৬ পিএম
ছবি: সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মৌসুমি ফল উপহার পাঠিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আরো পড়ুন: ‘সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে’
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত নয়টার দিকে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে উপহার হিসেবে আম ও লিচু পাঠিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আমিরের পক্ষ থেকে ফলগুলো নিয়ে আসেন তার প্রতিনিধি গোলাম মাওলা।
বিএনপির চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে উপহার আম ও লিচু গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, রিয়াজ উদ্দিন।
