৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি কবে, জানা গেলো

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১০:০৫ এএম

৪৩তম বিসিএসে গেজেটভুক্ত প্রার্থীরা আগামী ১ জানুয়ারি যোগ দেবেন। ছবি : সংগৃহীত
৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশিত হতে পারে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭ জনকে নিয়োগ দেয়া হবে।
পিএসসি ক্যাডার শাখার এক কর্মকর্তা বলেন, এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার জন্য মন্ত্রণালয় থেকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংশ্লিষ্ট শাখায় তথ্য পাঠানো হয়েছে। এই সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
গত কয়েক বছর ধরে ৩০ নভেম্বর বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করছে পিএসসি। ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২১ সালের ৩০ নভেম্বর, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২২ সালের ৩০ নভেম্বর এবং ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি ২০২৩ সালের ৩০ নভেম্বর প্রকাশিত হয়েছিল।
এর আগে রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ৪৩তম বিসিএস থেকে শুরু করে আসন্ন ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ‘দুই বছরের কম সময়ের মধ্যে ১৮ হাজার ১৫০ জন’ চাকরিপ্রত্যাশীকে নিয়োগ দেয়ার রূপরেখা দেন জনপ্রশাসন সচিব মো. মোখলেস উর রহমান।
শিগগিরই ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এ বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৮৭টি পদে নিয়োগ দেয়া হবে। সবশেষ যে ৪৭তম বিসিএস পরীক্ষার সার্কুলার আসছে, সেখানে দুই বছরের কম সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার কথা বলেছি আমরা।
গত ১৫ অক্টোবর ৪৩তম বিসিএসে ২ হাজার ৬৪ জনের নিয়োগের গেজেট প্রকাশিত হয়েছে। গেজেটভুক্ত প্রার্থীরা আগামী ১ জানুয়ারি যোগ দেবেন।
আরো পড়ুন : নবম বিসিএসের নতুন কমিটি গঠন