×

জাতীয়

উপদেষ্টা হাসান আরিফের বর্ণিল কর্মজীবন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৩ পিএম

উপদেষ্টা হাসান আরিফের বর্ণিল কর্মজীবন

ছবি : সংগৃহীত

সাবেক অ্যাটর্নি জেনারেল এবং অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আর নেই। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।  

তার সহকারী একান্ত সচিব (এপিএস) মো. আবেদ চৌধুরী গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগের কর্মকর্তারা জানান, হাসান আরিফ হাসপাতালে পৌঁছানোর পরই চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।  

এ এফ এম হাসান আরিফ ১৯৪১ সালে কলকাতায় জন্ম নেন। তিনি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করেন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি লাভ করেন।  

কর্মজীবনে তিনি ১৯৬৭ সালে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন। হাসান আরিফ ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করেন।  

ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও তিনি বিদেশি বিনিয়োগ, নির্মাণ সালিশ, বাণিজ্যিক সালিশ, অর্থ, ব্যাংকিং, সিকিউরিটিজ, করপোরেট আইন, সাংবিধানিক আইন, আরবিট্রেশন এবং বিকল্প বিরোধ সমাধান পদ্ধতির মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।  

এ এফ এম হাসান আরিফের মৃত্যুতে দেশের আইনজীবী ও রাজনীতিতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হলো। তার কর্মজীবন এবং অবদান দেশের আইনগত ও রাজনৈতিক পরিমণ্ডলে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অংশীজন অন্তর্ভুক্তি নিয়ে উদ্বিগ্ন তামাক শিল্প

বিশ্বের প্রথম উড-ডিজাইন মাদারবোর্ড আনলো গিগাবাইট

কাঠের নকশায় প্রযুক্তি বিশ্বের প্রথম উড-ডিজাইন মাদারবোর্ড আনলো গিগাবাইট

বিজয় দিবসের মেলায় আদিবাসী খাদ্য নিয়ে ‘আদিহাট’

বিজয় দিবসের মেলায় আদিবাসী খাদ্য নিয়ে ‘আদিহাট’

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

অর্থ পাচারের অভিযোগ থেকে অব্যাহতি পেল সাইমন ওভারসিজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App