×

জাতীয়

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩১৭৩ জনের যোগদানে বাধা নেই

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ০৭:৫৮ পিএম

জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩১৭৩ জনের যোগদানে বাধা নেই

ছবি: সংগৃহীত

   

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘জুনিয়র ইনস্ট্রাক্টর’ পদে নিয়োগ চূড়ান্তের পর যোগদানসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার এ আদেশ দেন। ফলে জুনিয়র ইনস্ট্রাক্টরের (টেক) পদে ৩১৭৩ জনের যোগদানে বাধা নেই বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আইনজীবী। 

কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ‘জুনিয়র ইনস্ট্রাক্টর’ পদে নিয়োগ চূড়ান্তের পর যোগদানসংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত করা হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বুধবার (২৯ জানুয়ারি) এ আদেশ দেন। ফলে ৩ হাজার ১৭৩ জন জুনিয়র ইনস্ট্রাক্টরের (টেক) পদে যোগদানে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আইনজীবী।

ওই নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলে নিয়োগবঞ্চিত ১৮ জন একটি রিট করেছিলেন। রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২৭ জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে ‘জুনিয়র ইনস্ট্রাক্টর’ (১০ গ্রেড) পদে যোগদান–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের ২৯ জানুয়ারি (আজ বুধবার) যোগদান করার কথা। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করে, যা গতকাল আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। চেম্বার আদালত আবেদনটি আজ আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন। এর ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান শুনানি করেন, সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী এ জেড এম নূরুল আমিন শুনানিতে ছিলেন। আদালতের অনুমতি সাপেক্ষে রিটের পক্ষে আইনজীবী কায়সার কামাল শুনানিতে অংশ নেন। শুনানি নিয়ে সরকারপক্ষের আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন আপিল বিভাগ।

পরে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় জুনিয়র ইনস্ট্রাক্টরের (টেক) পদে ৩১৭৩ জনের যোগদানে বাধা নেই। কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের জন্য ‘জুনিয়র ইনস্ট্রাক্টর’ পদে তাঁদের নিয়োগ দেয়া হয়। হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। এর মধ্যে পুলিশ ভেরিফিকেশনের (যাচাই) রিপোর্ট তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে। অর্থাৎ নিয়োগপ্রাপ্তদের ভেরিফিকেশন প্রতিবেদন দাখিল করতে হবে। আর হাইকোর্টে ছয় সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তি করতে বলা হয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App