×

রাজশাহী

শিক্ষার্থীদের রেল অবরোধে ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১১:৩২ এএম

শিক্ষার্থীদের রেল অবরোধে ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এতে বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের গেট এলাকায় শিক্ষার্থীরা এ কর্মসূচি শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পরও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদন হয়নি। দীর্ঘদিন ধরে এ দাবি জানালেও সাড়া না পেয়ে তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

আরো পড়ুন : মালয়েশিয়ায় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

এর আগে ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জনের মধ্য দিয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন। চলমান কর্মসূচির অংশ হিসেবে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথ নাটক, শেকল ভাঙার গান, প্রতীকী ক্লাস, হাটিকুমরুল গোলচত্বরে মানববন্ধন এবং মহাসড়ক অবরোধের মতো নানা কর্মসূচি পালিত হয়।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ ও থানা পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, চিলাহাটি থেকে ঢাকাগামী ননস্টপ চিলাহাটি এক্সপ্রেস এবং ননস্টপ কুড়িগ্রাম এক্সপ্রেস সবগুলো ট্রেনের সময়সূচি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস জামতৈল স্টেশনে এবং রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহমপুর স্টেশনে আটকে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

শিক্ষকদের মহাসমাবেশ ঘিরে সচিবালয়ে কড়া নিরাপত্তা

সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি শেহবাজের

সিন্ধু চুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি শেহবাজের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App