×

জাতীয়

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯ পিএম

কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এ ঘোষণা দেয়া হয়। আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি তালুকদার পিয়াস বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, আদালতের রায় না আসা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আমাদের দাবি-দাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়নি। ফলে এ ঘোষণা দেয়া হয়েছে।

সচিবালয়ে গিয়েছিলেন ৬ সদস্যের শিক্ষক প্রতিনিধি দল। তাদের মধ্যে জান্নাতুল নাইম বলেন, সচিবালয়ে সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। এবারও আমাদের আশ্বস্ত করা হয়েছে। তারা অন্তর্বর্তী সরকারের ওপর বিশ্বাস ও আস্থা রাখতে বলেছেন।

তিনি বলেন, সচিবের পর শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা। তিনি বলেছেন, আপনাদের ৬ হাজার ৫৩১ জনের মধ্যে কাউকে বাদ দেয়া হবে না। এমনটা বললে আমাদের কিছু বলার থাকে না। আমরা শুধু একটা কথাই বললাম, যেন দ্রুত আইনি প্রক্রিয়া শেষ করে আমাদের নিয়োগ দেয়া হয়।

হাইকোর্টের সিদ্ধান্ত বাতিলে বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা। এর আগে নিয়োগ পাওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তৃতীয় ধাপের প্রার্থীরা। সোমবারও (১০ ফেব্রুয়ারি) প্রাথমিক বিদ্যালয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। সেসময় বেশ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

লুট হওয়া পাথর আগের জায়গায় ফেলতে হাইকোর্টের নির্দেশ

রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে অ্যামিক্যাস কিউরি নিয়োগ

রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন, মতামত জানতে অ্যামিক্যাস কিউরি নিয়োগ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৫ উপজেলার মানুষ পানিবন্দি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৫ উপজেলার মানুষ পানিবন্দি

প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ

প্রথম ১০ দিনে ই-রিটার্ন জমা পড়েছে ১ লাখ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App