×

জাতীয়

মাহাথির মোহাম্মদের শততম জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১০:২১ পিএম

মাহাথির মোহাম্মদের শততম জন্মদিনে অগ্রিম শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আগামী জুলাইয়ে তাঁর শততম জন্মদিন উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ।

বৃহস্পতিবার (২৯ মে) টোকিও’র ইম্পেরিয়াল হোটেলে নিক্কেই ফোরাম ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মাহাথির। দীর্ঘকালের বন্ধুত্বের স্মৃতিচারণ করেন তারা।

মাহাথিরকে ড. ইউনূস বলেন, আমি আপনাকে শততম জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ১৯৮১ থেকে ২০০৩ এবং পরে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মাহাথির। আগামী ১০ জুলাই ১০০ বছরে পদার্পণ করবেন তিনি।

প্রায় ৪০ মিনিটব্যাপী আলোচনায় পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। যার মধ্যে ছিল বাংলাদেশের আসিয়ান সদস্য হওয়ার আকাঙ্ক্ষা এবং রোহিঙ্গা প্রত্যাবাসন।

বাংলাদেশ কয়েক বছর আগে আসিয়ানের খাত ভিত্তিক সংলাপের সহযোগী সদস্য হওয়ার জন্য আবেদন করেছিল, যাতে ভবিষ্যতে পূর্ণ সদস্যপদ লাভ করা যায়। বর্তমানে মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশীয় এই জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।

মাহাথিরকে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের আসিয়ান সদস্য হতে মালয়েশিয়ার সমর্থন প্রয়োজন। নিজের শাসনামলে আসিয়ানকে একটি শক্তিশালী আঞ্চলিক সংস্থা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মাহাথির।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ মালয়েশিয়ার প্রতি কৃতজ্ঞ। কারণ দেশটি বিভিন্ন খাতে লাখ লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দিয়েছে। বাংলাদেশের প্রতিটি গ্রামের মানুষ মালয়েশিয়া সম্পর্কে জানে। কারণ মানুষ দেশটিতে কাজ করতে যায়।

মাহাথির বলেন, অনেক বাংলাদেশি মালয়েশিয়ায় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন এবং উদ্যোক্তা হিসেবে সফল হচ্ছেন। তিনি স্মরণ করেন, কীভাবে তার ‘লুক ইস্ট’ নীতির কারণে মালয়েশিয়া সমৃদ্ধ হয়েছিল এবং বাংলাদেশকেও অনুরূপ নীতি গ্রহণের পরামর্শ দেন।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশও মালয়েশিয়ার প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য ও দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে। যদিও ইন্দোনেশিয়া এখনো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পরিচিত নাম নয়।

প্রফেসর ইউনূস অনুরোধ করেন, মাহাথির যেন তার প্রভাব খাটিয়ে রোহিঙ্গা সংকট সমাধানে সহায়তা করেন। মাহাথিরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান তিনি।

মাহাথির বলেন, যদি চিকিৎসকরা অনুমতি দেন তাহলে তিনি এই আমন্ত্রণ গ্রহণ করবেন। চিকিৎসকরা মাহাথিরের শারীরিক অবস্থার কারণে তার ভ্রমণ সীমিত রেখেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন এক নারী

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

জাতীয় প্রেস ক্লাবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও কর্পোরেট হেলথ কার্ড বিতরণ

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

যাবজ্জীবনের মেয়াদ কমানোর চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

আজকের বাংলাদেশ গুজব বিভ্রান্তি আর অনিশ্চয়তায় ভরা

তরুণ প্রজন্মের চোখে আজকের বাংলাদেশ গুজব বিভ্রান্তি আর অনিশ্চয়তায় ভরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App