×

জাতীয়

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১১:১২ এএম

মাইলস্টোন ট্রাজেডি: হতাহতদের তালিকা তৈরিতে কমিটি গঠন

সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ছবি : সংগৃহীত

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত, নিহত ও নিখোঁজদের প্রকৃত সংখ্যা নিরূপণ ও নাম-ঠিকানাসহ তালিকা তৈরিতে ছয় সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে কলেজ কর্তৃপক্ষ।

দুর্ঘটনার তীব্রতায় তাৎক্ষণিকভাবে সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব না হলেও বিদ্যালয়ের অভ্যন্তরে থাকা শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মী হতাহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার (২৩ জুলাই) কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলমকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরো পড়ুন : মাইলস্টোন ট্রাজেডি: বোনের পর চলে গেল ভাই নাফিও

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম, প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর লুৎফুন্নেসা লোপা, অভিভাবক প্রতিনিধি মনিরুজ্জামান মোল্লা (শিক্ষার্থী: যাইমা জাহান, চতুর্থ শ্রেণি) এবং দ্বাদশ শ্রেণির দুই শিক্ষার্থী—মারুফ বিন জিয়াউর রহমান ও মো. ভাসনিম ভূঁইয়া প্রতিক।

কমিটিকে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি ঘটনাস্থল পরিদর্শন, আহত-নিহত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ এবং প্রত্যয়নযোগ্য তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, এই তালিকা অভ্যন্তরীণ ব্যবস্থাপনার পাশাপাশি প্রয়োজনে সরকার, উদ্ধারকারী সংস্থা ও অন্যান্য সহায়তাকারী কর্তৃপক্ষের কাছেও হস্তান্তর করা হবে। ইতোমধ্যেই অধ্যক্ষের স্বাক্ষরিত প্রজ্ঞাপন ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে এবং কমিটি তাদের কাজ শুরু করেছে।

এছাড়া, দুর্ঘটনার সার্বিক দিক, উদ্ধার ও চিকিৎসা সহায়তা, অবকাঠামোগত ক্ষতি এবং নিরাপত্তা ঘাটতি চিহ্নিত করতে আলাদাভাবে প্রশাসনিক কর্মকর্তারাও মাঠপর্যায়ে কাজ করছেন।

গত সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক শাখার হায়দার হলে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। দুর্ঘটনার পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

এবার ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

ড. ইউনূসের ‘স্বজনপ্রীতির’ সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ

ড. ইউনূসের ‘স্বজনপ্রীতির’ সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ

‘সরকার বললে চলে যাব’, পদত্যাগ ইস্যুতে শিক্ষা উপদেষ্টা

‘সরকার বললে চলে যাব’, পদত্যাগ ইস্যুতে শিক্ষা উপদেষ্টা

স‌চিবালয়ে শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে সংলাপ থেকে ওয়াকআউট করলো ৩ দল

স‌চিবালয়ে শিক্ষার্থী পেটানোর প্রতিবাদে সংলাপ থেকে ওয়াকআউট করলো ৩ দল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App