যান্ত্রিক ত্রুটি, ২৮৭ যাত্রী নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ
 
													কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১০:৫৮ এএম
 
					ফ্লাইটটি নিরাপদে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সেটি ফের চট্টগ্রামে অবতরণ করেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টা ৫৮ মিনিটে ফ্লাইটটি নিরাপদে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি ছিল বিজি-১৪৮। এটি মূলত সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে বৃহস্পতিবার সকাল সোয়া ৭টায় চট্টগ্রামে পৌঁছায়। এরপর পুনরায় যাত্রীদের নিয়ে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই পাইলটরা যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন এবং নিরাপত্তার স্বার্থে ফিরে আসার সিদ্ধান্ত নেন।
আরো পড়ুন : মাইলস্টোন কলেজে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই থেকে
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে ফিরে আসা বিমানটি নিরাপদে বে নম্বর-৮-এ অবতরণ করেছে। যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন। কারও কোনো ক্ষতি হয়নি।
তিনি বলেন, বিমানের প্রকৌশলীরা ইতোমধ্যে ত্রুটি নির্ধারণ ও মেরামতের কাজ শুরু করেছেন। যাত্রীদের অবস্থা পর্যবেক্ষণ এবং বিকল্প ফ্লাইটের ব্যবস্থা নিয়েও কাজ চলছে।

 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	 
																	