×

জাতীয়

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ০২:০৯ পিএম

বিতর্কিত ৩ নির্বাচনের ম্যাজিস্ট্রেটদের তালিকা নিচ্ছে ইসি

নির্বাচন কমিশনের (ইসি) লোগো। ছবি : সংগৃহীত

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এই তিন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়ে আবেদন করলে কমিশন এই উদ্যোগ নেয় কমিশন। একটি মামলার তদন্তের অংশ হিসেবেই পিবিআই এই তথ্য চেয়েছে।

জাতীয় নির্বাচনের সময় আচরণবিধি প্রতিপালন এবং ভোটের দিন আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে প্রায় দেড় হাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং প্রয়োজন অনুযায়ী বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে থাকেন। তাদের অনেকেই তিনটি নির্বাচনেই যুক্ত ছিলেন।

আরো পড়ুন : আবু সাঈদ হত্যা : অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ

বুধবার (৬ আগস্ট) এই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশনায় ইসি সচিবালয়ের উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত একটি চিঠি দেশের সব জেলা প্রশাসক এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ২০১৪ (দশম), ২০১৮ (একাদশ) এবং ২০২৪ (দ্বাদশ) জাতীয় সংসদ নির্বাচনে নিয়োজিত নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের নাম, বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর এবং মোবাইল নম্বরসহ বিস্তারিত তথ্য দ্রুত পাঠানোর অনুরোধ জানানো হয়।

এর আগেও গত ৩ জুলাই পিবিআই ইসির কাছে ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের পূর্ণাঙ্গ তালিকা চেয়ে আবেদন করেছিল।

এ বিষয়ে ইসি সচিব মো. আখতারুজ্জামান বলেছিলেন, পিবিআই যে তথ্য চেয়েছে, তা যাচাই-বাছাই করে সরবরাহের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বিএনপি সম্প্রতি অভিযোগ করেছে, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে, বরং ‘ভয়ভীতি দেখিয়ে’ ভোটবিহীন নির্বাচন সম্পন্ন করেছে। এই অভিযোগের ভিত্তিতে দলটি চলতি বছরের ২২ জুন একটি মামলা দায়ের করে, যার তদন্তে এই তথ্য প্রয়োজন হয়েছে বলে জানানো হয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন: সিইসি

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন: সিইসি

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত

এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কক্সবাজার ভ্রমণ এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

‘জুলাই ঘোষণাপত্র’ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের শুরু : ফখরুল

‘জুলাই ঘোষণাপত্র’ নতুন গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরের শুরু : ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App