×

জাতীয়

কক্সবাজার সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে বড় সুযোগ: ড. খলিলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ০১:৩৮ পিএম

কক্সবাজার সম্মেলন রোহিঙ্গা সংকট সমাধানে বড় সুযোগ: ড. খলিলুর রহমান

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। ছবি : সংগৃহীত

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর একটি বড় আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে কক্সবাজারে ২৫ আগস্ট আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক সেই বৈশ্বিক সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে কাজ করবে।

রবিবার (১৭ আগস্ট) সকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করেন ড. খলিলুর রহমান। তিনি রোহিঙ্গা পরিস্থিতির বর্তমান চিত্র তুলে ধরে আসন্ন কক্সবাজার সম্মেলনে অংশগ্রহণের জন্য কূটনীতিকদের প্রতি আহ্বান জানান।

এতে উপস্থিত এক রাষ্ট্রদূত জানান, কক্সবাজার সম্মেলনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে, এবং এতে যোগ দিতে আনুষ্ঠানিক আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন : জুলাই সনদেই আগামী নির্বাচন চায় জামায়াত-এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি

ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বলেন, একসময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার তালিকা থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল। এমন প্রেক্ষাপটে গত বছর প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানান। সেই উদ্যোগের পর ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করে এবং সর্বসম্মতিক্রমে জাতিসংঘ তা আয়োজনের সিদ্ধান্ত নেয়। এখন এই বিষয়ে যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন রয়েছে।

রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ উল্লেখ করেন, কক্সবাজার সম্মেলন রোহিঙ্গা শরণার্থীদের কণ্ঠস্বর তুলে ধরার একটি বড় সুযোগ। রোহিঙ্গারা জাতিসংঘের সদস্য না হলেও, তাদের আশা-আকাঙ্ক্ষা এবং ভবিষ্যৎ স্বপ্নকে সামনে আনা জরুরি। বাংলাদেশ সেই দায়িত্বই পালন করছে।

ড. খলিলুর রহমানের মতে, এই সম্মেলন রোহিঙ্গাদের পাশাপাশি গোটা বিশ্ব সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী ও কার্যকর সমাধান বের করার পথ নির্দেশ করতে সক্ষম হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের যোগসাজশের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার

পাথর লুট প্রশাসনের যোগসাজশের অভিযোগ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপদেষ্টার

ফরিদপুরের প্রখ্যাত শিক্ষক কালীপদ রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

ফরিদপুরের প্রখ্যাত শিক্ষক কালীপদ রায়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে কবে, জানালেন প্রসিকিউটর

জুলাই গণহত্যা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হতে পারে কবে, জানালেন প্রসিকিউটর

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত জানাবে বিএনপি

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত জানাবে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App