×

জাতীয়

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫, ০৯:২৫ পিএম

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

পুলিশ হেফাজতে মোহাম্মদ আরিফুজ্জামান (বাঁয়ে), রোববার আদালত থেকে মুখ ঢেকে তোকে বের করা হচ্ছে (ডানে)। ছবি: সংগৃহীত

বাংলাদেশের চাকরি থেকে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রোববার (২৪ আগস্ট) পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন। শনিবার (২৩ আগস্ট) রাতে তাকে পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে আটক করে বিএসএফ।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানা এলাকার বিথারী সীমান্তে আরিফুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে পশ্চিমবঙ্গ পুলিশের স্বরূপনগর থানার হাতে তুলে দেয়া হয়। 

গত বছর রংপুরে কর্মরত ছিলেন এবং আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত আরিফুজ্জামান। ২০২৪ সালের ১৪ আগস্টের পর থেকেই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর মধ্যেই তাকে ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২ এর সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়। তবে তিনি নতুন কর্মক্ষেত্রেও যোগ দেননি। চলতি বছর ১৪ আগস্ট বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন মারফত তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৩ আগস্ট পশ্চিমবঙ্গের স্বরূপনগর থানার হেফাজতে আরিফুজ্জামানকে দীর্ঘক্ষণ জেরার পরে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে বিদেশি আইনের ১৪ নম্বর ধারা অনুযায়ী। এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছেন।

বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশ এই আটকের ব্যাপারে কোনও মন্তব্য করতে চায়নি। আবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসকেও এদিন সন্ধ্যা পর্যন্ত এই গ্রেফতারির বিষয়ে কিছু জানানো হয়নি বলে দূতাবাসের সূত্র জানিয়েছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

খালি পেটে রসুন খেলে শরীরে কী ঘটে?

খালি পেটে রসুন খেলে শরীরে কী ঘটে?

সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করলেন অধ্যাপক ইউনূস

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সার্ক পুনরুজ্জীবনের ওপর গুরুত্বারোপ করলেন অধ্যাপক ইউনূস

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App