নুরের শারীরিক অবস্থা এখন কেমন, জানালেন ঢামেক পরিচালক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৫:১৩ পিএম

শনিবার হাসপাতালে চিকিৎসাধীন নুরের খোঁজখবর নিচ্ছেন ড. আব্দুল মঈন খান। ছবি: বিএনপির মিডিয়া সেল
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। রোববার (৩১ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
মো. আসাদুজ্জামান জানান, নুরুল হক নুর বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হলেও এখনও কিছু জটিলতা রয়েছে।
তিনি বলেন, নুরুল হক নুরের মূলত চারটি সমস্যা ধরা পড়েছে। এগুলো হলো— নাকের হাড় ভেঙে যাওয়া, চোয়ালের হাড় ভেঙে যাওয়া, চোখে আঘাত পাওয়া এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়া। তবে চিকিৎসার ফলে মস্তিষ্কের রক্তক্ষরণ ধীরে ধীরে কমে আসছে।
ঢামেক পরিচালক বলেন, সিটি স্ক্যানের সর্বশেষ রিপোর্ট ভালো এসেছে। নুরুল হক নুর এখনো কিছুটা ট্রমায় থাকলেও ধাপে ধাপে তার অবস্থার উন্নতি হচ্ছে। ৬ সদস্যের মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নুরুল হক নুরের চিকিৎসা চলছে। তার সার্বিক অবস্থা আমাদের চিকিৎসকরা নিয়মিত পর্যবেক্ষণ করছেন।
এর আগে গত শুক্রবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের পর আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নূরসহ বেশ কয়েকজন নেতাকর্মী। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান সংগঠনটির নেতাকর্মীরা।