ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে রিট, দাবি ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৪ পিএম

ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে নিজের প্রার্থিতা ফেরত চেয়ে হাইকোর্টে রিট করেছেন এক শিক্ষার্থী। বুধবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার রিটটি করেন। যেখানে তিনি নিজের প্রার্থিতা ও ব্যালট নম্বর পুনর্বহালের নির্দেশনা চেয়েছেন।
রিটকারী শিক্ষার্থী বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকায় নাম আসলেও পরবর্তীতে তার নাম প্রত্যাহার করে নেয় ডাকসুর নির্বাচন কমিশন। তিনি দাবি করে বলেন, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই। কর্তৃপক্ষ বলেছে, ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকায় আমার নাম বাতিল করা হয়েছে। কিন্তু কোন সন্ত্রাস, আমি কীভাবে সেখানে জড়িত সেটার কোনো ব্যাখ্যা তারা দেয়নি।
ডাকসুর নির্বাচন কমিশন প্রার্থী তালিকা থেকে তার নাম প্রত্যাহার করার পর শুরুতে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন জুলিয়াস সিজার তালুকদার। কিন্তু সেখানে কোনো উত্তর না পেয়েই আদালতের স্মরণাপন্ন হয়েছেন তিনি। রিটকারী শিক্ষার্থী বলেন, যেহেতু চূড়ান্ত ভোটার তালিকায় আমার নাম ছিল, প্রার্থী তালিকায় আমার নাম ছিল; তাই আমার প্রার্থিতা ফেরত পেতেই আমি রিটটি করেছি। নির্বাচন স্থগিত বা বন্ধ নিয়ে আমার কোনো প্রার্থনা নাই।
ঢাবির ক্রিমিনোলজি বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ২০১৭ সালে ছাত্রলীগের সলিমুল্লাহ মুসলিম হল কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ সমর্থিত, সম্মিলিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে নির্বাচন করে এসএম হলের জিএস হয়েছিলেন। জুলিয়াস সিজার তালুকদার বলেন, ছাত্রলীগ করেছি পাঁচ-ছয় বছর আগে। এরপর থেকে ছাত্রলীগের সঙ্গে আমার কোনো সাংগঠনিক বা সাংস্কৃতিক সম্পর্ক নাই।
নিয়মিত ব্যাচে উচ্চশিক্ষা শেষ না হওয়ায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ক্রিমিনোলজি বিভিগে আবারও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি হন এই শিক্ষার্থী।