×

ভিডিও

বলিউডের রেখা কেন আর কখনও বিয়ে করলেন না?

Icon

ফারজানা হালিমা

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম

বলিউডের চিরসবুজ অভিনেত্রী রেখার জীবন যেন এক রহস্যে মোড়া অধ্যায়। তার রূপ, প্রতিভা ও ক্যারিয়ার নিয়ে যত আলোচনা, তার ব্যক্তিগত জীবন ঘিরেও ততই কৌতূহল। কিন্তু সব কিছুর মাঝে একটা প্রশ্ন বহু বছর ধরে ভক্তদের মনে গেঁথে আছে—"রেখা কেন আর কখনও বিয়ে করলেন না?

১৯৯০ সালের মার্চ মাসে রেখা বিয়ে করেন দিল্লিভিত্তিক ব্যবসায়ী মুকেশ আগারওয়ালকে। পরিচয়ের কিছু দিনের মধ্যেই বিয়ে, তারপরে হানিমুন—সবই যেন সিনেমার মতই দ্রুত।কিন্তু খুব শিগগিরই স্পষ্ট হয়ে যায়, এই সম্পর্কে গভীর অসামঞ্জস্য রয়েছে।

এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, "এটা প্রেম ছিল না, নিশ্চিতভাবে। তিনি আমার কাছে এক অচেনা মানুষ ছিলেন।

হানিমুন থেকেই শুরু হয় দূরত্ব। মনের অমিল, দৃষ্টিভঙ্গির ফারাক—সব মিলিয়ে সম্পর্ক ভেঙে পড়ে। মুকেশ প্রথম বিচ্ছেদের কথা তোলেন। কিন্তু তার কিছুদিন পরই ঘটল এক ট্র্যাজেডি—মুকেশ আগারওয়াল আত্মহত্যা করেন।ঘটনার পর, রেখার ওপর নেমে আসে মিডিয়া ও সমাজের প্রবল আক্রমণ। তাকে বলা হয় "ডাইনি", এমনকি তার মৃত্যুর জন্য দায়ীও করা হয়।

রেখা পরবর্তীতে এক সাক্ষাৎকারে বলেছিলেন: আমি মুকেশকে হত্যা করিনি। আমরা শুধু একে অপরের সঙ্গে মানিয়ে নিতে পারিনি।”২০০৪ সালে সিমি গারেওয়ালের সঙ্গে এক আলাপচারিতায় রেখা বলেন:“শুনতে যতই ভয়াবহ লাগুক, এই ঘটনাই আমাকে সবচেয়ে বেশি পরিণত করেছে। আমি বুঝেছি মানুষ আসলে কেমন।

তিনি জানান, মুকেশের মৃত্যুর পর তার ভেতরে চলেছে একের পর এক মানসিক পর্ব—আঘাত, অস্বীকার, রাগ, আত্মদয়া, বোঝার চেষ্টা, আর সবশেষে মেনে নেওয়া।

এই ঘটনার পর রেখা কখনো বিয়ে করেননি।নিরবে, নিঃসঙ্গভাবে, নিজের মতো করে জীবন কাটাচ্ছেন।বহুবার প্রশ্ন করা হলেও, তিনি কখনো স্পষ্ট করে বলেননি “আর বিয়ে করিনি কারণ...”কিন্তু তার নিরবতা, আর আজীবন সিঁদুর পরা—সবই যেন বলে দেয়, তার হৃদয়ে এক অপূর্ণ অধ্যায় আজও অসমাপ্ত।

রেখার জীবনজুড়ে রয়েছে গ্ল্যামার, কিন্তু তার ছায়ায় রয়েছে ব্যক্তিগত ট্র্যাজেডির দগদগে দাগ।তিনি কেন বিয়ে করলেন না—এই প্রশ্নের জবাব হয়তো কখনো মুখে বলেননি, কিন্তু তার নিঃশব্দ জীবনচর্যা অনেক কিছুই বলে দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থ পাচার ঠেকাতে বর্তমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যর্থ: প্রধান উপদেষ্টা

অর্থ পাচার ঠেকাতে বর্তমান বৈশ্বিক আর্থিক ব্যবস্থা ব্যর্থ: প্রধান উপদেষ্টা

৩ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

৩ সেপ্টেম্বর ২০২৫, একনজরে সারাদিন

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব

ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে রিট, দাবি ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক নেই

ডাকসু নির্বাচনে প্রার্থিতা ফেরত চেয়ে রিট, দাবি ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App