বিশেষজ্ঞদের সুপারিশ
সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনের দিন গণভোট

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

ছবি : সংগৃহীত
জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ বিষয়ে জনগণের বৈধতা নেওয়া হোক।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলা সংলাপের তৃতীয় দিনে জাতীয় ঐকমত্য কমিশন এটি উত্থাপন করে।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে কমিশন। সেখানে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের সংবিধান সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের সুপারিশ করা হয়।
আরো পড়ুন : নতুন মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী-এমপিসহ ৮ জন
বিশেষজ্ঞদের সুপারিশে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ ২০২৫-এ মূল সংস্কারগুলো অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি ‘সংবিধান আদেশ’ (সিও) জারি করতে পারে। এ সাংবিধানিক আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সাংবিধানিক আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের দিন একসঙ্গে অনুষ্ঠিত হবে। আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সাংবিধানিক আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকে বৈধ হিসেবে গণ্য হবে।