শাপলা প্রতীক প্রসঙ্গে সিইসি
নির্বাচন কমিশন কারও কথায় চলে না

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পিএম

বৃহস্পতিবার ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, শাপলা প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্য। কিন্তু তাদের দেয়া হয়নি। এই প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দাবির ব্যাপারে আর কিছু বলতে চাই না আমি।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। তার বক্তব্য হচ্ছে, নির্বাচন কমিশনের সচিব শাপলা প্রতীকের ব্যাপারে বক্তব্য দিয়েছেন। এরপর তিনি কিছু বলতে চান না।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, ভোটের প্রতীকের তালিকায় শাপলা নেই। সেজন্য এনসিপিকে বিকল্প প্রতীকের জন্য বলা হবে।
এদিকে এনসিপির পক্ষ থেকে শাপলা প্রতীক চেয়ে আবারও নির্বাচনে কমিশনে চিঠি দেয়া হয়েছে। এছাড়া শাপলা প্রতীক না দিলে নির্বাচন কিভাবে হয়, তা দেখে নেবে-এমন বক্তব্য দিয়েছেন এনসিপির একজন নেতা।
এ ধরনের বক্তব্যকে হুমকি মনে করেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, এটাকে হুমকি মনে করি না আমরা। প্রতীকের ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। ইসি কারও কথায় চলে না, নিরপেক্ষভাবে কাজ করতে চায়।
সিইসি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেয়া দরকার, আমরা জোরেশোরে নিচ্ছি।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব খেলোয়াড়রা যদি ফাউল করার নিয়তে মাঠে নামে তাহলে রেফারির পক্ষে তো এই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব নয়। সুতরাং খেলোয়াড়দের তো ফাউল করার নিয়ত থেকে একটু দূরে থাকতে হবে।