জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০১:০০ পিএম
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় টানা কয়েকদিন ধরে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শহরের বিভিন্ন এলাকায় দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ডে নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন পরিস্থিতিতে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, বিকেল পৌনে চারটায় ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপি কমিশনার সংবাদ সম্মেলন করবেন। সেখানে রাজধানীর চলমান নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।
আরো পড়ুন : ময়মনসিংহে বাসে আগুন, দগ্ধ হয়ে চালকের মৃত্যু
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। গত কয়েকদিনে বেশ কিছু স্থানে বাসে আগুন দেওয়া এবং গুরুত্বপূর্ণ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
তবে এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত করে জানাতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
