×

জাতীয়

রাজনৈতিক অস্থিরতা

লকডাউন ঘিরে থমথমে অবস্থা, প্রস্তুত সরকারও

Icon

আজিজুর রহমান জিদনী

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

লকডাউন ঘিরে থমথমে অবস্থা, প্রস্তুত সরকারও

ছবি : সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত কয়েকদিনে যানবাহনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে আগুনের ঘটনায় দগ্ধ একজন ইতোমধ্যে মারাও গেছেন। গতকাল বুধবারও ঢাকার ধোলাইপাড়, মিরপুর, আশুলিয়া ও গাজীপুরে ৩টি বাসে আগুনের ঘটনায় থমথমে পরিবেশের সৃষ্টি হয়েছে। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সড়কে মানুষ ও যানবাহনের চলাফেরা তুলনামুলক অনেক কম দেখা গেছে গতকাল। স্কুলসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে আজ বৃহস্পতিবার অনলাইন ক্লাস নেয়ার ঘোষণাও দেয়া হয়েছে।

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী বলছে- রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে অন্তত ১৩টি বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের যে ঘটনা ঘটেছে তার নেপথ্যে রয়েছে আওয়ামী লীগ। মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় হওয়াকে কেন্দ্র করে ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে এমন নাশকতা করছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীরা। তবে ভয়ের কিছু নেই; সে আশ্বাস দিয়ে পুলিশ বলেছে, আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীসহ দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকায় অবস্থিত রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা-প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে প্রধান উপদেষ্টার বাসভবন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট ও সচিবালয়সহ প্রধান প্রধান সরকারি অফিসগুলোতে পুলিশের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, র‌্যাব, বিজিবির পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও মাঠপর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছেন। জায়গায় জায়গায় চৌকি বসিয়ে নিরাপত্তা তল্লাশি চালানো হচ্ছে।

ঢাকা লকডাউন কর্মসূচিকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে তল্লাশি চালানো হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ঢাকায় বর্তমানে প্রতিদিন ৬০টিরও বেশি টহল পরিচালনা করছে র‌্যাব। ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে এরই মধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিকসহ বিভিন্ন প্রতিষ্ঠান এ কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে।

চলতি বছরের মে মাসে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর আগে গত নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। এমন পরিপ্রেক্ষিতে মূলত দলটির সভানেত্রীর ভার্চুয়াল বক্তৃতা আর দেশে ঝটিকা মিছিলই মাঝে মধ্যে দেখা যাচ্ছিল। কিন্তু এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণের কথা জানানোর পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের পাশাপাশি প্রথমবারের মতো ঢাকাকেন্দ্রিক কর্মসূচিও ঘোষণা করে দলটি। দলটির সভাপতিমন্ডলীর একজন সদস্য এক ভিডিও বার্তায় সম্প্রতি ১০-১৩ নভেম্বর পর্যন্ত বিক্ষোভ, আর ১৩ নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি ঘোষণা করলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় সরকার ও আওয়ামী লীগবিরোধী রাজনৈতিক দলগুলো।

দেশের বিভিন্ন জায়গায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এর প্রতিবাদে মিছিল সমাবেশও করেছে। জামায়াতে ইসলামীসমর্থিত নেতাদের সমন্বয়ে গঠিত জুলাই ঐক্য নামক একটি মঞ্চ থেকে আওয়ামী লীগের কর্মসূচি প্রতিরোধের ঘোষণা দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকাসহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের একের পর এক ঘটনা ঘটতে থাকে। সর্বশেষ গত দুদিনে বেশ কিছু বাসে আগুনের ঘটনা ঘটেছে।

গত রবিবার সচিবালয়ে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় ১৩ নভেম্বর ঢাকায় লকডাউন কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়। ওই বৈঠকেই জানানো হয়, কয়েকটি জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় এসেছে। বৈঠকের পর স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, ১৩ নভেম্বর ঢাকা লকডাউন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মনে করেন তারা।

গতকাল বুধবারও ডিএমপির ডিবি প্রধান বলেছেনে, এ নিয়ে শঙ্কার কিছু নেই। যানবাহনে আগুন : আইনশৃঙ্খলা বাহিনী থেকে শঙ্কার কিছু নেই বারবার বলা হলেও গতকাল বুধবার ভোররাতে আশুলিয়ার স্থানীয় সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আলিফ পরিবহনের বাসে আগুন দেয়া হয়। গাজীপুর সিটি করপোরেশনের বাসন ও কাশিমপুর থানা এলাকা এবং শ্রীপুরে পৃথক স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে অগ্নিসংযোগ করে কে বা কারা। এসব ঘটনায় বাস পুড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। গতকাল দুপুর সাড়ে ১২টার পর মিরপুর-১ নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর ধোলাইপাড় মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটে। এছাড়া রাজধানীর কাকরাইল মোড়সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের একটি সিঙ্গেল কেবিন পিকআপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, যান্ত্রিক ত্রæটির কারণে গাড়িটি বিকল হলে তা মেরামতের জন্য মেকানিক আনা হয়। পরবর্তীতে গাড়িটি সারানোর জন্য বারবার চেষ্টা করেও চলাচল উপযোগী করা সম্ভব হয়নি। তিনি জানিয়েছেন, একপর্যায়ে গাড়ির ইঞ্জিন গরম হয়ে গাড়িটিতে আগুন ধরে গেলে মেকানিক সামান্য আহত হন। প্রকৃতপক্ষে এটা নিছক একটি দুর্ঘটনা। 

আগুনের ঘটনায় প্রভাব পড়ে সড়কে যানবাহন চলাচলে : আগুনের ঘটনায় প্রভাব পড়তে দেখা গেছে রাজধানীর সড়কে যানবাহন চলাচলে। গতকাল অন্য সাধারণ দিনের তুলনায় ওই দিন ঢাকার সড়কগুলোতে বাস ও ব্যক্তিগত গাড়ি চলাচল অনেকটাই কম ছিল। রাজধানীর লালবাগ, আজিমপুর, নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় তুলনামূলক গাড়ির সংখ্যা কম দেখা গেছে। তবে নিউমার্কেট খোলা থাকায় মার্কেটের সামনের সড়কে কিছু গাড়ির জটলা দেখা গেছে। বাড্ডা লিংক রোডে বেশ কিছু রিকশা ও মোটরসাইকেলকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সেখানে কথা হয় আশফিকুর রহমান নামের নামের এক মোটরসাইকেল চালকের সঙ্গে। তিনি বলেন, অনেকে নিজের গাড়ি রেখে গণপরিবহনে চলাচল করছেন। রাস্তাঘাটে লোকজনও কম মনে হচ্ছে। গতকাল দুপুরে মহাখালী, গুলশান ও রামপুরা এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় ব্যক্তিগত গাড়ির চাপ তেমন নেই। তল্লাশি কার্যক্রমও চলছে এসব এলাকায়। তবে অনেকেই মোটরসাইকেলে ভাড়ায় রাইড শেয়ার করছেন। ভাড়ায় চলছে সিএনজিচালিত অটোরিকশাও। রাস্তাজুড়ে অটো রিকসা চালদের দৌরাত্ম্য দেখা গেছে। এমনকি ভিআইপি সড়কেও গতকাল রিকশা চলাচল করতে দেখা গেছে।

নিরাপত্তা জোরদার : গতকাল বুধবার সকাল থেকে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকার বিভিন্ন মোড়ে মোড়ে সতর্কাবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। জায়গায় জায়গায় নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে। ডিএমপির প্রতিটি থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাশকতার শঙ্কায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে শুরু করে প্রতিটি থানার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৮-১০ জন করে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত  কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, রাজধানীর বর্তমান নিরাপত্তাব্যবস্থা ও কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি গুরুত্বপূর্ণ অফিসগুলোতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

র‌্যাব বলছে, মূলত রাত ৯টা থেকে ১টা এবং ভোর ৫টা থেকে ৭টার মধ্যে হামলার ঘটনা ঘটছে। ওই সময়ে রাস্তায় মানুষের উপস্থিতি কম থাকার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। ১৩ নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে ২৪ ঘণ্টার নিরাপত্তা পরিকল্পনা নেয়া হয়েছে। র‌্যাবের মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ঢাকায় বর্তমানে প্রতিদিন ৬০টিরও বেশি টহল পরিচালনা করা হচ্ছে। এগুলো ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোতে দিনে-রাতে ২৪ ঘণ্টা চলমান থাকবে। হামলায় বাহন হিসেবে মোটরসাইকেল ব্যবহার করা হচ্ছে। তাই দেশব্যাপী র‌্যাবের টহলে মোটরসাইকেল তল্লাশির বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানিয়েছেন, উদ্ভ‚ত প্রেক্ষাপটে ঢাকা ও আশপাশের জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজধানীতে ১২ প্লাটুন ও ঢাকার বাইরে আরো দুই প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গত মঙ্গলবার রাতভর রাজধানীর বিভিন্ন হোটেল ও মেসে তল্লাশি চালিয়েছে পুলিশ। আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজে গত মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু অ্যাভেনিউ, ফকিরাপুল, কাকরাইল ও এলিফ্যান্ট রোডসহ নগরীর বিভিন্ন এলাকার আবাসিক হোটেলগুলোতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় হোটেলের অতিথিদের জাতীয় পরিচয়পত্র থেকে শুরু করে পেশা, কেন ঢাকায় এসেছেন- এমন সব প্রশ্নের মুখে পড়তে হয়। আওয়ামী লীগ যোগ রয়েছে কিনা, তা যাচাই করতে মোবাইল ফোনে তল্লাশি করা হয়। অভিযানে ডিএমপি আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। এর বাইরেও ডিএমপির ৮টি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরো বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আমরা হোটেলে ও মেসে অভিযান চালাচ্ছি। গত রাতে কলাবাগানের একটি মেস থেকেই গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে, যারা নাশকতার জন্য ঢাকায় জড়ো হয়েছিলেন। তাদের মধ্যে পাঁচজন গোপালগঞ্জ থেকে আসেন। যাদের বিরুদ্ধে আগের মামলা রয়েছে। 

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ৩৬ ঘণ্টায় ২৯ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসব অভিযানে ককটেল, পেট্রোল ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেন। নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের সূত্র জানায়, ১৩ নভেম্বরের ঘোষিত কর্মসূচি ঘিরে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ একযোগে সতর্ক অবস্থানে রয়েছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ইব্রাহিম বলেন, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সড়কের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি করা হচ্ছে। গত সোমবার থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলা শহর ও বিভিন্ন উপজেলা সদরে বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এছাড়া ঢাকা জেলা পুলিশ নিরাপত্তার অংশ হিসেবে রাজধানীর প্রবেশপথ আমিনবাজার, আশুলিয়া বেড়িবাঁধ এলাকাসহ একাধিক জায়গায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি করছে। গতকাল বুধবার দুপুরের পর থেকে এই তল্লাশি শুরু হয়- যা আজো চলবে বলে জানিয়েছে পুলিশ। সরজমিনে আমিনবাজারে পুলিশের চেকপোস্ট ঘুরে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকামুখী লেনে বসানো চেকপোস্ট থেকে ঢাকামুখী বিভিন্ন গণপরিবহন, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ সড়কে চলাচলরত সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, যাত্রীদের গন্তব্য ও কোথা থেকে তারা আসছেন সে বিষয়ে জিজ্ঞাসা করা হচ্ছে। তল্লাশির সময়ে বিভিন্ন গণপরিবহনে থাকা যাত্রীদের ব্যাগ তল্লাশি করা ছাড়াও মোবাইল ফোনের গ্যালারি ঘেঁটে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা, তা দেখছে পুলিশ।

বিশেষ নজর ধানমন্ডি ৩২ নম্বরে : রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও রাজধানীর বনানী, উত্তরা, বাড্ডা, পল্টন এবং ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। তবে, বিশেষ নজর দেয়া হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরসহ সম্পূর্ণ ধানমন্ডি এলাকায়। ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, বিশেষ করে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি দলের কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার ঘটনা যেন না ঘটতে পারে, সেজন্য গত দুই দিন ধরেই সেখানে পুলিশের ব্যারিকেড দেয়া হয়েছে। সন্দেহজনক যান চলাচল দেখলে পুলিশ ব্যারিকেডে আটকে তল্লাশি করছে।

অনলাইনে ক্লাস, পেছানো হয়েছে পরীক্ষা : রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিপারেটরি স্কুলের সামনে গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দুইটি পেট্রোলবোমা নিক্ষেপ করে কে বা কারা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্কুলের বেশ কয়েকজন অভিভাবক ও শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনার পর গতকাল বুধবারের অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষার সময়সূচি পরে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন স্কুলের একজন শিক্ষক। এছাড়াও আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও রায়কে ঘিরে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম অনলাইনে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। ইংরেজি মাধ্যমের ইউরোপীয়ান স্ট্যান্ডার্ড স্কুল, সানবীম স্কুল আজ বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম অনলাইনে অনুষ্ঠিত হবে বলে শিক্ষার্থীদের জানিয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শান্তা-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি গত মঙ্গলবারই জরুরি এক নোটিসে, ১২-১৩ নভেম্বরের সব ক্লাস ও পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করার কথা জানিয়েছে। একই সঙ্গে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পর দিনের অর্থাৎ ১৪ নভেম্বরের ক্লাস ও পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানাবে প্রতিষ্ঠানটি। গত সোমবার শান্তা-মারিয়াম বিশ্ববিদ্যালয়েরই একটি বাসে ধানমন্ডিতে অগ্নিসংযোগ করেছিল দুর্বৃত্তরা।

দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা থাকবে সড়কে থাকবে জামায়াত : বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্থায়ী কমিটির যৌথসভায় গতকাল সিদ্ধান্ত নেয়া হয়েছে, আজ বৃহস্পতিবার দেশের সব দোকান ও বিপণিবিতান খোলা রাখবে ব্যবসায়ীরা। বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. আরিফুর রহমান টিপুর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ দোকান খোলা রাখার ঘোষণা দেয়া হয়েছে।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বৃহস্পতিবার ঢাকায় লকডাউন কর্মসূচি দেয়ায় নাশকতা রোধে সারাদেশে সড়কে অবস্থান নেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ৮টি দল। গতকাল বুধবার দলগুলোর পক্ষে জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আট দলীয় জোটের নেতাকর্মীরা আজ সারাদেশে ‘ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে’ সড়কে অবস্থান নেবেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেসিআই-এর আন্তর্জাতিক কমিটির সদস্য হলেন আলতামিশ নাবিল

জেসিআই-এর আন্তর্জাতিক কমিটির সদস্য হলেন আলতামিশ নাবিল

লা রিভ উদযাপন করলো দ্য গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট

১৬ বছরের যাত্রায় নতুন অধ্যায় লা রিভ উদযাপন করলো দ্য গ্র্যান্ড গালা ও অ্যাওয়ার্ড নাইট

মানবতার পুনর্জাগরণ: বিবেক থেকে প্রযুক্তির বিবর্তন

মানবতার পুনর্জাগরণ: বিবেক থেকে প্রযুক্তির বিবর্তন

নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত

নির্বাচনের আগেই গণভোটের সিদ্ধান্তে অনড় জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App