×

জাতীয়

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৬ পিএম

সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব রাজনৈতিক দলের প্রতি সহযোগিতা এবং আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে সিইসি বলেন, একটি সুন্দর নির্বাচন জাতির কাছে সব দলেরই ওয়াদা, আর নির্বাচন কমিশন দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি অনুযায়ী আচরণবিধি মেনে চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি, যার প্রধান শর্ত আচরণবিধি মেনে চলা বলেও উল্লেখ করেন সিইসি।

আরো পড়ুন : এবার সংসদ নির্বাচনে ভোটার কত, জানালেন ইসি সচিব

সিইসি জানান, নির্বাচন সফল করার ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও রাজনৈতিক দলগুলোর ভূমিকা বেশি গুরুত্বপূর্ণ। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।

ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা কামনা করেন সিইসি নাসির উদ্দিন। তিনি আশা প্রকাশ করেন, দলগুলো তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের ভোটকেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চললেও সংস্কার কমিশনের (ইআরএসসি) কাজ চলমান থাকায় পূর্ণাঙ্গ আলোচনা শুরু করতে কিছুটা দেরি হয়। সংস্কার কমিশনের কাজ শেষ হওয়ার পরই বর্তমান সংলাপ শুরু করা হয়েছে।

সিইসি জানান, সব রাজনৈতিক দলই জাতির কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ। সংস্কার কমিশনের বহু সুপারিশ এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার মতামত পর্যালোচনা করে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। আচরণবিধি প্রস্তুত করাটা বড় কাজ নয়; আসল কাজ হলো আচরণবিধি পরিপালন।

গত ১০–১৫ বছরে ভোটারদের মধ্যে এক ধরনের ভোটবিমুখতা তৈরি হয়েছে উল্লেখ করে তিনি নেতৃবৃন্দকে জনগণকে ভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

রাজনৈতিক দলের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তুলনায় রাজনৈতিক দল ও তাদের প্রার্থীরাই বড় ভূমিকা রাখে। অতীতেও এমন উদাহরণ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী—সবাই একসঙ্গে কাজ করলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতেই সেনাবাহিনীর সহযোগিতা জরুরি

প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতেই সেনাবাহিনীর সহযোগিতা জরুরি

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ

অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ফয়েজ তৈয়্যব

সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ফয়েজ তৈয়্যব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App