×

জাতীয়

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ এএম

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান।

তিনি জানান, ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। মামলার বাদী সম্পর্কে জানতে চাইলে এএসআই রকিবুল হাসান বলেন, হাদির এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। তবে তিনি বাদীর নাম নিশ্চিত করতে পারেননি। মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া। মামলার নম্বর জানতে চাইলে তিনি জানান, এটি একটি সেনসিটিভ মামলা হওয়ায় নম্বর তার জানা নেই।

আরো পড়ুন : ওসমান হাদিকে পাঠানো হচ্ছে সিঙ্গাপুরের হাসপাতালে

এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী।

শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি এবং সে লক্ষ্যে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছিলেন।

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এ অবস্থায় সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি রয়েছে।

হাদির ওপর হামলাকারী দুই আততায়ীর একজন সন্দেহভাজন হিসেবে ‘ফয়সাল করিম’-এর নাম উঠে এসেছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি কিছুদিন ধরে হাদির নির্বাচনী প্রচার কার্যক্রমে যুক্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকেও ফয়সাল করিমকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে উল্লেখ করে নাগরিকদের কাছে তথ্য চাওয়া হয়েছে। জানা গেছে, ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকার মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন

আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে শেখ হাসিনা-কামালের মৃত্যুদণ্ড চেয়ে আবেদন

অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের দৌরাত্ম্য, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

অবৈধ মাদক নিরাময় কেন্দ্রের দৌরাত্ম্য, চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে ডাকসু নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App