×

জাতীয়

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ছবি : সংগৃহীত

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ রয়েছে তাদের। এই উদ্বেগ জানাতেই তাকে ডেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি।

বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। তাকে তলব করেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিএম) বি শ্যাম। বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে গত রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল। তার তিন দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনাকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, চলমান নিরাপত্তা পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে বুধবার দুপুর ২টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির বিষয়ে নয়াদিল্লির উদ্বেগ জানাতেই বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে। এ সময় তার দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করা হয় কিছু ‘চরমপন্থী গোষ্ঠীর’ কর্মকাণ্ডের দিকে, যারা ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তা সংকট তৈরির পরিকল্পনার কথা প্রকাশ্যে ঘোষণা করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে চরমপন্থী মহল যে ভুয়া বয়ান ছড়ানোর চেষ্টা করছে, ভারত তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। একই সঙ্গে অভিযোগ করা হয়, এসব ঘটনার বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এখনো পূর্ণাঙ্গ তদন্ত শেষ করেনি কিংবা ভারতের সঙ্গে অর্থবহ তথ্যপ্রমাণ বিনিময় করেনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যার ভিত্তি গড়ে উঠেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন যৌথ সংগ্রামের মধ্য দিয়ে। পরবর্তীকালে উন্নয়ন সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের মাধ্যমে এ সম্পর্ক আরো সুদৃঢ় হয়েছে। বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করে ভারত শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে বলে বিবৃতিতে বলা হয়।

এ ছাড়া কূটনৈতিক বাধ্যবাধকতার আলোকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় সব মিশন ও পোস্টের নিরাপত্তা নিশ্চিত করা হবে—এমন প্রত্যাশার কথাও অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরে নয়াদিল্লি।

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং এখনো সেখানে অবস্থান করছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এ ঘটনায় তার প্রত্যর্পণ চেয়ে বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে অনুরোধ জানালেও এখনো সাড়া পায়নি।

ঢাকার পক্ষ থেকে ভারতে অবস্থান করে শেখ হাসিনার বাংলাদেশবিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে গত রোববার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বার্তা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে অন্তর্বর্তী সরকারের গভীর উদ্বেগের কথা ভারতীয় দূতকে জানান।

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনার পর ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। এ সময় ওই ঘটনায় জড়িত সন্দেহভাজনরা ভারতে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বানও জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতা-কর্মীরা ভারতে অবস্থান করে বাংলাদেশের আসন্ন নির্বাচন বানচালের উদ্দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র চালাচ্ছেন। তাদের গ্রেপ্তার ও প্রত্যর্পণের আহ্বানও জানানো হয় প্রণয় ভার্মাকে।

জবাবে ভারতীয় হাইকমিশনার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে জানান, এ বিষয়ে সহযোগিতা দিতে ভারত প্রস্তুত। পরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বাংলাদেশের জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ১৪ ডিসেম্বর প্রকাশিত প্রেস নোটে উত্থাপিত অভিযোগগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরও শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকার ও নির্বাচনবিরোধী বক্তব্য অব্যাহত থাকায় ১৪ ডিসেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়। গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৪ ডিসেম্বর পর্যন্ত এ নিয়ে মোট পাঁচবার ভারতের হাইকমিশনার ও ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিতে পুলিশের বাধা

'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচিতে পুলিশের বাধা

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

ইইউ থেকে ২০০ জন পর্যবেক্ষক আসবে : ইসি সচিব

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারত

মুকুল মিয়ার জাল সনদে সরকারি চাকরিতে যোগদান

ছোট বোনের চেয়েও বয়স কম! মুকুল মিয়ার জাল সনদে সরকারি চাকরিতে যোগদান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App