প্রাথমিকে মেধা যাচাই পরীক্ষা স্থগিত
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ পিএম
ছবি : সংগৃহীত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ১৪ ডিসেম্বর প্রাথমিক শুনানির পর হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রুল দেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী নিয়াজ মোর্শেদ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১১ নভেম্বর প্রকাশিত স্মারক (১৯ নভেম্বর স্বাক্ষরিত) চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মো. ফারুক হোসেন ও দুজন অভিভাবক ১০ ডিসেম্বর রিট দায়ের করেন। হাইকোর্টের আদেশ অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২১ থেকে ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকা মেধা যাচাই পরীক্ষা এই মুহূর্তে হচ্ছে না।
আইনজীবী নিয়াজ মোর্শেদ জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত পরীক্ষা হাইকোর্টের ৩ নভেম্বরের রায় লঙ্ঘন করছে। শুধুমাত্র সরকারি শিক্ষার্থীদের জন্য মেধা যাচাই করা হচ্ছে এবং পরীক্ষার নাম পরিবর্তন করে বেসরকারি শিক্ষার্থীদের বাদ দেওয়া হয়েছে।
আরো পড়ুন : বিদেশে কর্মী পাঠাতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২১ ডিসেম্বর বাংলা, ২২ ডিসেম্বর ইংরেজি, ২৩ ডিসেম্বর গণিত এবং ২৪ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা নেওয়ার কথা ছিল। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।
উল্লেখ্য, হাইকোর্ট ৩ নভেম্বর রায়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৭ জুলাই স্মারক বাতিল করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর লিভ টু আপিল দায়ের করেছে এবং শুনানির অপেক্ষা করছে।
