×

পাকিস্তান

ইমরান খানের বর্তমান অবস্থান জানালো কারা কর্তৃপক্ষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

ইমরান খানের বর্তমান অবস্থান জানালো কারা কর্তৃপক্ষ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ আছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ায় যে তাকে গোপনে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।

এ গুজবের জবাবে এক বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানায়, আদিয়ালা থেকে ইমরান খানকে অন্যত্র সরানোর খবর সম্পূর্ণ অসত্য। তিনি সুস্থ আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন। তার অসুস্থতার খবরও ভিত্তিহীন। তার সুস্থতা নিশ্চিত করা হচ্ছে।

আরো পড়ুন : পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানে নিহত ১০

২০২২ সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর ইমরান খানের বিরুদ্ধে দুর্নীতিসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। এছাড়া সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা ও রাষ্ট্রের গোপন নথি ফাঁসের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

অনেক নাটকীয়তার পর ২০২৩ সালে তাকে গ্রেপ্তার করা হয়। একবার জামিনে মুক্তি পেলেও পরবর্তীতে পুনরায় গ্রেপ্তার হন। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাগারেই রয়েছেন।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, তিনি কারাগারে যে সুবিধা পাচ্ছেন, সাধারণ বন্দিরা তো দূরের কথা, অনেক জায়গায় এমন সুবিধা পাওয়া যায় না। তার জন্য যে খাবার আসে, সেটির মেন্যু পাঁচ তারকা হোটেলেও নেই। কারাগারে তার কাছে টেলিভিশন রয়েছে, যেখানে ইচ্ছামতো চ্যানেল দেখতে পারেন। ব্যায়ামের যন্ত্রপাতিও রয়েছে।

সাবেক প্রধানমন্ত্রীর জন্য ডাবল বেডের ব্যবস্থাও করা হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির মামলায় জয়-পুতুলের ৫ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

ইমরান খানের বর্তমান অবস্থান জানালো কারা কর্তৃপক্ষ

ইমরান খানের বর্তমান অবস্থান জানালো কারা কর্তৃপক্ষ

হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

হংকংয়ে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App