ঢামেকে নুরকে দেখতে গেলেন আইন উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৮:২০ এএম

ঢামেকে নুর
রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সেখানে তাকে শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে দেখতে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এ সময় তাকে অবরুদ্ধ করে রাখেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।
নুরের খোঁজ নিতে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হাসপাতালে যান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
নুরকে দেখে তিনি বের হতে চাইলেও নেতাকর্মীদের তোপের মুখে তা পারেননি। পরে তিনি আবার হাসপাতালের ভেতরে চলে যান।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা জানান, যতক্ষণ পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতার করা না হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে অবরুদ্ধ থাকবেন।
তবে আইন উপদেষ্টা ঘন্টাখানেক পর অন্য গেট দিয়ে বেরিয়ে যান। সন্ধ্যার পর জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
পরে রাত ৯টার দিকে দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করে। এ সময় নুরুল হক নুরকে পিটিয়ে রক্তাক্ত করতে দেখা যায়।
নুরকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়।
বর্তমানে তিনি ঢামেকের জরুরি বিভাগের ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানা গেছে।